ফাইনাল হলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতো ভারত

ছবি: ফাইনাল হলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতো ভারত, ফাইল ফটো

ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অটল থেকেছে ভারত। এর ফলে ফাইনালে খেলার সুযোগ হারালেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ সিদ্ধান্তে অনুতপ্ত নয়। বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়াই তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।
ওভালের বৃষ্টি ও ভারতের বিপর্যয় সামলে ৩১৪৯ দিন পর নায়ারের হাফ সেঞ্চুরি
৮ ঘন্টা আগে
ভারতের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'আমরা পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলছি না। আমাদের জন্য দেশ ও জাতি সবার আগে, এরপর অন্য কিছু। ভারতের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। আমরা কখনোই আমাদের দেশকে হতাশ করব না, কোনো পরিস্থিতিতেই না।'
ওই সদস্য জানান, 'আমরা যদি ফাইনালেও উঠতাম এবং প্রতিপক্ষ পাকিস্তান হতো, তবুও আমরা একই সিদ্ধান্ত নিতাম। আমরা সবাই, সমস্ত ভারতীয়, এই বিষয়ে একমত।'

হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত থামবো না: মালিক
৩০ জুলাই ২৫
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার এই সেমিফাইনালটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত আগেই ম্যাচ বয়কটের ঘোষণা দেয়ায় আয়োজকরা আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বাতিল করেন।
পাকিস্তান এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভালোই খেলেছে। ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জয় এবং ভারতের বিপক্ষে ম্যাচে অনুপস্থিতির কারণে ১ পয়েন্ট পেয়ে তারা ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছেছে। দলটির নেতৃত্বে আছেন মোহাম্মদ হাফিজ।
অন্যদিকে ভারতের পারফরম্যান্স ছিল বেশ মাঝারি। ৫ ম্যাচে তারা জিতেছে মাত্র একটিতে এবং হেরেছে তিনটিতে। বাকি ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে তারা খেলেনি। গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সকে হারিয়ে চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে ওঠে যুবরাজ সিংয়ের দল।