‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

ছবি: ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

দলের অভ্যন্তরীণ পরিকল্পনায় কোহলির সক্রিয় অংশগ্রহণ বারবার সামনে এসেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে টিম মিটিং বা ব্যাটারদের বৈঠকে কোহলি উপস্থিত থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে দিকনির্দেশনা দিয়েছেন। কোচিং স্টাফ এবং বিশ্লেষক দলের সঙ্গেও নিয়মিত আলোচনা করেছেন তিনি।
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
৯ জুলাই ২৫
‘লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে এই বিষয়টি সামনে এনেছেন আরসিবির বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড। তিনি বলেন, 'ঠিক আসল সময়েই বিরাটের বুদ্ধি খুলে যায়। আমাদের দলের বৈঠক হয়, ব্যাটারদের বৈঠক হয়। সেই বৈঠকগুলোয় আমি যতটা সম্ভব তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করি। বিপক্ষের বোলারদের ধরে ধরে, ওদের বোলিংয়ের ধাঁচ এবং বিভিন্ন কৌশল তাতে থাকে।'

'বিরাট সেই বৈঠকে যে ভাবে আমাদের সাহায্য করে তা অভূতপূর্ব। ও এমন জিনিস তুলে আনে যা তথ্যে থাকে না। কোহলি কখনোই বেশি তথ্যের উপর নির্ভর করে না। কিন্তু নিজের অনুমান ক্ষমতার উপর নির্ভর করে এমন বিষয় তুলে আনে কোনও তথ্য দিয়েও পূরণ করা যাবে না।'
১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুকে দায়ী করেছে আদালত
১৮ জুলাই ২৫
১৮ বছরের আইপিএল ক্যারিয়ারে কোহলি খেলেছেন শুধুই আরসিবির হয়ে। এখন পর্যন্ত ২৬৭ ম্যাচে করেছেন আট হাজার ৬৬১ রান, যার মধ্যে রয়েছে আটটি শতক এবং ৬৩টি অর্ধশতক। পারফরম্যান্সের ধারাবাহিকতার পাশাপাশি দলকে আগলে রাখার কাজটাও করে গেছেন নীরবে।
২০২৫ সালের সেই কাঙ্ক্ষিত জয় আসার পর কোহলিকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা গিয়েছিল মাঠেই। অনেকের জন্য সেটি ছিল শুধুই এক ম্যাচের জেতা, কিন্তু কোহলির জন্য তা ছিল দীর্ঘ প্রতীক্ষার পর এক তৃপ্তির মুহূর্ত।