promotional_ad

শিরোপা নয়, দলীয় সংস্কারে নজর রেখেছিলেন পন্টিং-আইয়ার

রিকি পন্টিং (বামে) ও শ্রেয়াস আইয়ার (ডানে), ফাইল ফটো
টানা ১০ মৌসুম ধরে প্লে-অফে জায়গা না পাওয়া পাঞ্জাব কিংস এবারের আইপিএল মৌসুম শেষ হওয়ার আগেই জায়গা করে নিয়েছে শীর্ষ দুইয়ে। মাঠের অসাধারণ পারফরম্যান্সে শ্রেয়াস আইয়ারের দল নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফায়ারে খেলা। ফাইনালে উঠতে এবার তাদের হাতে থাকবে অন্তত দুটি সুযোগ।

promotional_ad

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েই সেরা দুইয়ে জায়গা নিশ্চিত করেছে পাঞ্জাব। এমন পারফরম্যান্স অনেকেই দেখছেন রূপকথার মতো। আর এর পেছনে আছে দলের সংস্কৃতি বদলের গল্প। প্রধান কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক আইয়ারের হাত ধরেই মূলত এই সংস্কার এসেছে। মুম্বাইয়ের বিপক্ষে জেতার পর সেটাই সামনে এনেছেন অভিজ্ঞ ব্যাটার শশাঙ্ক সিং।


আরো পড়ুন

ক্রিকেটারদের বলেছি আমরা এখনও কিছু অর্জন করিনি: পন্টিং

৯ ঘন্টা আগে
পাঞ্জাব কিংস

তিনি বলেন, 'রিকি পন্টিং ও শ্রেয়াস আইয়ার, দুজনই একদম প্রথম দিন আমাদের বলেছেন, সবচেয়ে সিনিয়র ক্রিকেটার যুবেন্দ্র চাহাল ও আমাদের বাস ড্রাইভারকে তারা একই চোখে দেখবেন। সেটা তারা মৌসুমজুড়েই বজায় রেখেছেন। চাহাল ও বাস ড্রাইভারকে একই রকম সম্মান দিয়েছেন তারা। এটিই অনেক কিছু বলে দিচ্ছে আমাদের দল সম্পর্কে।'


'তিনি (পন্টিং) দলের সংস্কৃতি বদলে দিয়েছেন। আমাদের মানসিকতা বদলে দিয়েছেন। আমাদের বিশ্বাস বদলে দিয়েছেন। সবকিছুর কৃতিত্ব তাকেই দিতে হবে। কারণ, তার কারণেই খেলাটা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।'


promotional_ad



আরো পড়ুন

আইয়ারের বাদ পড়া নিয়ে শেবাগের প্রশ্ন

২৫ মে ২৫
ভারতের টেস্ট জার্সিতে শ্রেয়াস আইয়ার

২০১৪ সালের পর এবারই প্রথমবারের মতো আবারও শীর্ষে জায়গা করে নিয়েছে পাঞ্জাব। আর প্রথমবারের মতো দলটি দেখাচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্থিতিশীল নেতৃত্বের ছাপ। পন্টিংকে কোচ বানানো এবং আইয়ারকে অধিনায়ক করার সিদ্ধান্তটা যে ফল দিচ্ছে, তা সুস্পষ্ট।


পন্টিং ও আইয়ারকে কৃতিত্ব দিয়ে শশাঙ্ক আরো বলেন, 'এসব বলা খুব সহজ ব্যাপার। সবাই বলতে পারে, ‘এটা করতে হবে… ওটা করতে হবে।’ কিন্তু তা গড়তে পারা ভিন্ন ব্যাপার। তিনি নিশ্চিত করেছেন, ড্রেসিং রুমে এই সংস্কৃতি যেন গড়ে তোলা হয়।'


'দলীয় সংস্কৃতি গড়ে তোলায় তারও (আইয়ার) ভূমিকা অনেক। অবশ্যই আমরা পরস্পরকে ভালোবাসি ও খেয়াল রাখি। রিকি স্যার ও শ্রেয়াসের মূল লক্ষ্যই ছিল একটি সংস্কৃতি গড়ে তোলা, ফলাফল আপনাআপনিই আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball