promotional_ad

৩ ভেন্যুতে আইপিএল, সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

আইপিএলের শিরোপা, বিসিসিআই
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে এক সপ্তাহের জন্য স্থগতি করা হয়েছে আইপিএল। আইপিএলের বাকি এখনও ১৬টি ম্যাচ। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আবারও শুরু হলে কমে যেতে পারে ভেন্যু সংখ্যা। এরই মধ্যে তিনটি ভেন্যু শর্টলিস্ট করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

promotional_ad

এর মধ্যে রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদ। যদি মে মাসে টুর্নামেন্ট পুনরায় শুরু হয় তাহলে এই তিন ভেন্যুতেই খেলতে হবে দলগুলোকে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ভারতীয় সরকারের কাছ থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু করার অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে বিসিসিআই।


আরো পড়ুন

ভারত না পারলে এশিয়া কাপের সময় আইপিএল করতে চায় ইংল্যান্ড

৬ ঘন্টা আগে
বিসিসিআই

গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার কারণে গত শুক্রবার আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আয়োজকরা। এক সপ্তাহ বলা হলেও আইপিএলের ভাগ্য নির্ভর করছে ভারত-পাকিস্তান লড়াইয়ের পরিস্থিতির ওপর। পরিস্থিতি শান্ত হয়ে এলেই কেবল শুরু হতে পারে আইপিএল।


promotional_ad

বিসিসিআইয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে আইপিএল পিছিয়ে শুরু হতে পারে এ বছরের শেষে। মে মাসে আইপিএল শুরু করার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা। আইপিএল স্থগিতের পরই বিদেশি ক্রিকেটাররা ভারত ছাড়তে শুরু করেছেন।


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

৬ ঘন্টা আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে অস্ট্রেলিয়া, আইসিসি

শনিবারের মধ্যে সব বিদেশি ক্রিকেটার ভারত ছেড়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও আশাবাদী যে, মে মাসের শেষ দিকে টুর্নামেন্ট পুনরায় শুরু হবে এবং বিদেশি ক্রিকেটাররা ফিরে আসবেন। ২৫ মের পর যদি আইপিএলে উইন্ডো বাড়ানো হয় তাহলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।


কারণ এরই মধ্যে শুরু হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। পাশাপাশি ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবেন দুই দেশের শীর্ষস্থানীয় তারকারা। এরই মধ্যে আইপিএলের ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ৫৮তম ম্যাচটি ১০.১ ওভার পর বাতিল করা হয়।


এই ম্যাচটি পুনরায় খেলা হবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি আইপিএলের আয়োজকরা। এদিকে প্লে অফের আগে ১২টি লিগ ম্যাচ বাকি রয়েছে। মূলত, হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর আয়োজন করার কথা ছিল। অন্যদিকে কলকাতা দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল আয়োজন করার কথা ছিল। সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে এবার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball