রাজস্থানে নীতিশের বদলি সাউথ আফ্রিকার ‘নতুন’ ডি কক

ছবি: লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের আরেকটি হাফ সেঞ্চুরি, ফাইল ফটো

ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ানো হয়েছে। যদিও রাজস্থানের প্লে-অফ স্বপ্ন শেষ হয়ে গেছে, জিতেছে মাত্র তিনটি ম্যাচ। হাতে রয়েছে আর দুটি ম্যাচ। তবুও আগামী মৌসুমগুলোতে খেলানোর কথা চিন্তা করে প্রিটোরিয়াসকে দলে নিয়েছে তারা।
মাস তিনেকের বিরতির পর ১০ দিনে প্রস্তুত হয়ে আইপিএলে ডি কক
২৭ মার্চ ২৫
সাউথ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন প্রিটোরিয়াস। এরপর ঘরোয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে লিগেও নজর কেড়েছেন আগ্রাসী ব্যাটিংয়ে।
সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসর সিএসএ টোয়েন্টি চ্যালেঞ্জে ১৫৯ স্ট্রাইক রেটে ২৩৫ রান করেন প্রিটোরিয়াস। এসএ টোয়েন্টিতে ৫১ বলে ৯৭ রানের ইনিংসসহ পুরো আসরে ১৬৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৯৭ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখান প্রিটোরিয়াস। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ বলে ১২০ রান, এরপরের ম্যাচে ৬১ বলে সেঞ্চুরি। পাঁচ ম্যাচে তার সেঞ্চুরি তিনটি, হাফ সেঞ্চুরি একটি।
সাউথ আফ্রিকায় তাকে বলা হয় ভবিষ্যতের ডি কক। কেউ কেউ বলেন, তিনি যেন গ্রায়েম স্মিথের মতো। রাজস্থান এবার বাজি ধরেছে এই তরুণ প্রতিভার ওপর।