promotional_ad

ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান উর্ভিলকে দলে নিলো চেন্নাই

ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান উর্ভিল প্যাটেলকে  দলে নিলো চেন্নাই, ফেসবুক থেকে
শেষবারের আইপিএল মেগা নিলামে যার নামই উঠেনি, সেই উর্ভিল প্যাটেলকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ইনজুরিতে পড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভানশ বেদির বদলি হিসেবে গুজরাটের এই ক্রিকেটারকে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী উর্ভিলকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে নেয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে চেন্নাই।

promotional_ad

২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি উর্ভিল। পরের মৌসুমে তাঁকে ছেড়ে দেয় দলটি। এবারও নিলামে ছিলেন ‘আনক্যাপড’ তালিকায়, কিন্তু নামই ওঠেনি। তবে নিলামের পর থেকেই নিজেকে প্রমাণ করতে শুরু করেন তিনি।


আরো পড়ুন

নিজের ৮ বলে ১২ রানের ইনিংসকেই দুষলেন ধোনি

৪ মে ২৫
৮ বলে ১২ রান করেন মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে খেলেন ৩৫ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস। ইনিংসের পথে ২৮ বলে সেঞ্চুরি করে ভেঙে দেন রিশাভ পান্তের ৩২ বলে শতকের রেকর্ড। ভারতীয়দের মধ্যে এটি স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি, বিশ্বসেরা সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়।


promotional_ad

পরের ম্যাচেই উত্তরাখণ্ডের বিপক্ষে ফের ঝড় তোলেন উর্ভিল। খেলেন ৪১ বলে ১১৫ রানের ইনিংস। পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচে ২২৯.৯২ স্ট্রাইক রেটে করেন ৩১৫ রান, মারেন আসরের সর্বোচ্চ ২৯টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল রজত পাতিদারের, ১০ ম্যাচে ২৭টি।


স্বীকৃত টি-টোয়েন্টিতে উর্ভিলের নামের পাশে আছে ৪৭ ম্যাচে এক হাজার ১৬২ রান, স্ট্রাইক রেট ১৭০.৩৮ ও গড় ২৬.৪০। দুটি সেঞ্চুরি ছাড়াও রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। শুধু সীমিত ওভার নয়, রঞ্জি ট্রফিতেও রেখেছেন ছাপ। ফেব্রুয়ারিতে সৌরাষ্ট্রের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে খেলেন ১৯৭ বলে ১৪০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস।


নিলামের পর থেকেই উর্ভিলের ফর্ম ছিল চোখে পড়ার মতো। রুতুরাজ গায়কোয়াড়ের চোটে অধিনায়কত্বের বিকল্প খুঁজতে গিয়ে আয়ুশ মাহাত্রের সঙ্গে তাকেও ক্যাম্পে ডাকে চেন্নাই। ১৭ বছর বয়সী আয়ুশ এরই মধ্যে আইপিএলে অভিষেক সেরে ফেলেছেন। প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া চেন্নাই এবার বাকি তিন ম্যাচে নতুনদের যাচাইয়ে নজর দিতে পারে, যার মধ্যে উর্ভিলও রয়েছেন। দলটির পরবর্তী ম্যাচ বুধবার, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball