আমরা মাঠে খারাপ খেলছি বলেই সুজন স্যারকে হারতে হচ্ছে: মুনিম

ফ্র্যাঞ্চাইজি লিগ
আমরা মাঠে খারাপ খেলছি বলেই সুজন স্যারকে হারতে হচ্ছে: মুনিম
গণমাধ্যমে কথা বলছেন মুনিম শাহরিয়ার, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী খালেদ মাহমুদ সুজন। সব মিলিয়ে টানা ১৬টি ম্যাচ হারার তেতো স্বাদ পেয়েছেন তিনি। তবে ঢাকা ক্যাপিটালসের হারের জন্য তাকে দায়ী করতে রাজি নন মুনিম শাহরিয়ার। তার মতে, দলের ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগাতে না পারার কারণেই হারছে ঢাকা।

সবশেষ দুই আসরে টানা ১৬ ম্যাচ হেরেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। হেরে যাওয়া সব ম্যাচেই ঢাকার কোচ সুজন। ২০২৪ সালের ১৯ জানুয়ারি বিপিএলের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ানসকে পাঁচ উইকেটে হারিয়েছিল দুর্দান্ত ঢাকা। সেই জয়ই এখনো সবশেষ দুই আসরে ঢাকার একমাত্র জয়। 

টানা ১১টি ম্যাচ হেরে তখন পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল সুজনের দল। সাত দলের মধ্যে তারা ছিল সাত নম্বরে। এবারের বিপিএলে ঢাকার যেমন নাম এবং মালিকানা বদলেছে, তেমনি পরিবর্তন এসেছে অনেক। 

বিপিএলে এবার নেই সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নতুন দল হিসেবে এসেছে দুর্বার রাজশাহী ও ঢাকা। পুরানো মালিকানায় যোগ দিয়েছে চিটাগাং কিংস। এই বিপিএলে ক্রিকেটারও অনেক পরিবর্তন হয়েছে। তবুও সুজন ও ঢাকা আছে আগের মতোই।

শেষ ম্যাচ হারের পর মুনিম বলেন, 'স্যার আসলে মানসিকভাবে কখনোই ডাউন হন না। মানুষের জীবনে এরকম হতেই পারে। আর আমরা মাঠে খারাপ খেলছি দেখেই উনি হারছে। উনি আসলে এখানে বলার কিছু নাই। উনি পরিকল্পনা দিয়ে দিসে, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।' 

'দুর্ভাগ্যবশত এজন্যই আসলে হচ্ছে না। উনি মানুষ হিসেবে কিছুটা হতাশ হতেই পারেন। আমার মনে হয় না সেটা উনি আমাদের উপরে আসতে দেন। উনি আমাদের যথেষ্ট অনুপ্রাণিত করছেন, যথেষ্ট পরিমাণে নির্দেশনা দিচ্ছেন, পরিকল্পনা দিচ্ছেন।'

এবারের আসরে ঢাকা হেরেছে টানা ছয় ম্যাচ। সিলেটকে ১৯৪ রানের বড় লক্ষ্য দিলেও শেষপর্যন্ত হারতে হয়েছে ঢাকাকে। দলটির হয়ে ৪৭ বলে ৫২ রান করেন মুনিম। লিটন দাস করেন ৪৩ বলে ৭৩ রান।

মুনিম আরও বলেন, 'এটা অবশ্যই হতাশার। আমরা শুধু একটা জয় খুঁজছিলাম। সেই জয়টা আসলে হচ্ছে না কোনোরকমভাবে। কিছু একটা তো মিসিং হচ্ছেই। আমরা আগের ম্যাচের ভালো একটা সংগ্রহ করেছি, এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো রান করে আমরা প্রতিপক্ষকে দিবো, আসলে হলো না আরকি।'

আরো পড়ুন: মুনিম শাহরিয়ার