সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন ব্র্যাড হজ

ঘরোয়া
সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন ব্র্যাড হজ
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি গায়ে ব্র্যাড হজ সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে। আর ওয়ানডে ও টেস্টে তো দীর্ঘদিন ধরেই নেই এই ডান হাতি টপ অর্ডার ব্যাটসম্যান। 

তবে জাতীয় দলের হয়ে না খেললেও বিগ ব্যাশ লীগে ঠিকই নিয়মিত ছিলেন হজ। কিন্তু এবার সবধরনের ক্রিকেট থেকেই অবসর নিতে যাচ্ছেন ৪৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। 

ইতিমধ্যে হজ নিজেই নিশ্চিত করেছেন অবসরের বিষয়টি। তিনি জানিয়ে দিয়েছেন অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভোগার কারণেই এন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। হজ বলেন, 

'শনিবার মেলবোর্নে একটি হাসপাতালে যাই। সেখানে ডাক্তার জানিয়েছেন, আমি যদি আর ২৪ ঘণ্টাও দেরি করতাম তবে তা মারাত্মক আকার ধারণ করত।'

বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলা হজ আরও জানান দলের প্রয়োজনে যদি অবদান রাখতে না পারেন তাহলে খেলতে ইচ্ছুক নন তিনি। তার ভাষ্যমতে, 

'এখানেই আমার যাত্রা শেষ হবে। আমি পূর্ব স্যান্ডরিংহ্যামের হয়ে প্রতিনিধিত্ব করবো ফাইনালে এবং এর মধ্য দিয়েই আমার ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটবে।'    

হজ আরও বলেন, 'আমি বিগ ব্যাশের সাথে যুক্ত থাকতে পছন্দ করি। তবে আমার কথা হচ্ছে, আমি যদি খেলায় কোন প্রভাবই বিস্তার করতে না পারি, তবে খেলার প্রয়োজন দেখছি না।'

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস  

আরো পড়ুন: this topic