promotional_ad

ফাইনালের সেরা রোহিত, টুর্নামেন্ট সেরা রাচিন

রোহিত শর্মা ও রাচিন রবীন্দ্র, ক্রিকফ্রেঞ্জি
নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। আর তাদের এই জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। কিউইদের বিপক্ষে ফাইনালে তার ব্যাট থেকে এসেছে ৮৩ বলে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস।

promotional_ad

ভারতের ম্যাচ জয়ের পর এমন ইনিংসেই ফাইনালের সেরা হয়েছেন রোহিত। ম্যাচ সেরার পুরষ্কার নিতে এসে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন এই ভারতীয় ওপেনার। ফলাফল পক্ষে আসায় দারুণ আনন্দিত তিনি।


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

রোহিত বলেন, 'এটা দারুণ ব্যাপার। টুর্নামেন্ট জুড়ে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। ফলাফল আমাদের পক্ষে আসায় আনন্দিত। [আক্রমনাত্মক স্টাইল] এটি আমার জন্য স্বাভাবিক নয়, কিন্তু এটি এমন কিছু যা আমি সত্যিই করতে চেয়েছিলাম।'


promotional_ad

'যখন আপনি কিছু আলাদা করছেন, তখন আপনাকে দল এবং ম্যানেজমেন্টের সমর্থন পেতে হবে। আমি আগে রাহুল ভাইয়ের সাথে কথা বলেছি এবং এখন গৌতী ভাইয়ের সাথেও। এটি এমন কিছু যা আমি সত্যিই করতে চেয়েছিলাম।'


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

এদিকে টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে উঠেছে কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর। টুর্নামেন্ট জুড়ে পারফরম্যান্স করেছেন তিনি। ব্যাট হাতে ২৬৩ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট এই কিউই অলরাউন্ডার।


নিজের অনুভূতি জানিয়ে রাচিন বলেছেন, ‘অম্ল–মধুর অভিজ্ঞতাই বলতে হয়। ফাইনালটা দারুণ ছিল। ব্যক্তিগত পারফরম্যান্সের কথা যদি বলুন বা দলগত পারফরম্যান্সের কথা, আমরা দারুণ করেছি। ভালো উইকেটে খেলার সুবাদেই হয়তো এটা হয়েছে (টুর্নামেন্ট সেরা)।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball