প্রতিশোধের কথাটা মনে করিয়ে দিলেন সাকিব

বাংলাদেশ
প্রতিশোধের কথাটা মনে করিয়ে দিলেন সাকিব
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

তিনবিভাগে ভালো খেলেই ফাইনালে জিতেছে ঢাকা-- এমন দাবী দলপতি সাকিব আল হাসানের। আর কথার প্রমাণ মিলেছে দলের পারফর্মেন্সে। তিন বিভাগে ভালো খেলেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানে উড়িয়ে দিয়েছে সাকিবের ঢাকা।

এদিকে এই ম্যাচের আগে অদৃশ্য এক প্রতিযোগিতাও ছিল দুই দলের মধ্যে। কেননা গ্রুপের খেলায় দুটি ম্যাচেই তামিমরা জিতেছিল সাকিবের দলের বিপক্ষে। আর তাই এই ম্যাচে জয়ের প্রয়োজন ছিল সাকিব আল হাসানের।

প্রিয় বন্ধুর বিপক্ষে প্রতিশোধের কথাটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে মাইক্রোফোন হাতে সাকিব জানিয়েছেন,"খুবই ভালো খেলেছি আজ। আসরের সেরা ম্যাচটি খেলেই ফাইনালে উঠেছি আমরা। তিন বিভাগেই দারুণ পারফর্মেন্স ছিল আমাদের। 

ব্যাটসম্যানরাও যেমন জুটি গড়েছে বোলাররাও তেমন ভালো বল করেছে। এটাই দলীয় সাফল্য। আমাদের দলে অনেক প্রতিভা। এতদিন একসাথে আমরা বিকশিত করতে পারছিলাম না। আজ সবাই তা করলো। কুমিল্লার কাছে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই হেরেছিলাম। আজ জেতাটা দরকার ছিল আমাদের।"

একইসঙ্গে নিজের বোলিংয়ে নিজেই সন্তুষ্ট সাকিব। "বিশেষ করে নিজের পারফর্মেন্সে আমি সন্তুষ্ট। আসরের শুরুর থেকেই বোলিং ভালো হচ্ছে আমার। আশা করি, শেষ পর্যন্ত আমি তা ধরে রাখতে পারবো।"

এদিকে আজকের খেলায় ঢাকার হয়ে ১৯ বলে চার ছক্কায় ৩০ রান করেছেন শহীদ আফ্রিদি। একইসাথে চার ওভারে একটি মেডেনের সঙ্গে নিয়েছেন তিনটি উইকেট। আর তাই আজকের ম্যাচের সেরা ক্রিকেটার আফ্রিদি। 

ম্যাচজয়ের পরে জানিয়েছেন, "আজকের ম্যাচ জিতে খুবই ভালো লেগেছে। তিন বিভাগেই ভালো করেছি আমরা। আমি ব্যক্তিগত ভাবে সব পজিশনে খেলেই স্বাচ্ছন্দ্যবোধ করি। সাকিব আমাকে ভালোভাবেই ব্যবহার করতে পেরেছে।"

আরো পড়ুন: this topic