তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেও প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা। এই দুই দলের বিপক্ষে সিরিজ জিততে পারাকে বড় অর্জন মনে করছেন তামিম ইকবাল।

promotional_ad

বাংলাদেশ দলের সাবেক এই ওপেনার মঙ্গলবার ছেলে আরহাম ইকবালকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি দেখতে এসেছিলেন। খেলার মাঝেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন বাংলাদেশের এই তরুণ দলটির এই সিরিজ জয় প্রাপ্য।


আরো পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডিতে তামিম-তাসকিন-লিটনসহ ক্রিকেট মহলে শোক

২১ জুলাই ২৫
মাইলস্টোন ট্র্যাজেডি

যখন বাংলাদেশ দল পারফরম্যান্স করতে পারেনি তখন তুমুল সমালোচনা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ক্রিকেটারদের বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে বিশ্বাস তামিমের। বাংলাদেশের এই সাবেক ওপেনার সবাইকে এই দলটির পাশে থাকার অনুরোধ করেছেন।


তামিম বলেছেন, 'শেষ কিছুদিন ধরে যখন ফলাফল হচ্ছিল না অনেক ধরনের আলোচনা হচ্ছিল। আমার কাছে মনে হয় এই দলটির এই জয় প্রাপ্য। বাংলাদেশের ক্রিকেটের ফ্যান যারা আছে তাদেরও এটা প্রাপ্য... আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেট ফ্যান এটা ডিজার্ভ করে। এটা খুবই তরুণ একটা দল। যখন পারফরম্যান্স ভালো হয় না। অনেক সমালোচনা হয়, তাদের আত্মবিশ্বাসের জন্য এই জয়টি গুরুত্বপূর্ণ।'


promotional_ad



আরো পড়ুন

নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল

৪ ঘন্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

তামিম আরও বলেন, 'এতো দূরের চিন্তা না করে যদি আজকে সিরিজ জিতে তাহলে ব্যাক টু ব্যাক দুটো ভালো দলের সঙ্গে সিরিজ জিতেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা তাদের নিজেদের মাঠে অনেক বড় অর্জন। এখানে যদি জিতে যায় এটাও বড় অর্জন।'


তামিম ইকবালের অবসরের পর বাংলাদেশের ওপেনিংয়ে বড় এক শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করেছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনই ধারাবাহিকভাবে রান করছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ইমন খেলেছিলেন ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস। যদিও দ্বিতীয় ম্যাচে ১৩ রানের বেশি করতে পারেননি।


তানজিদ প্রথম টি-টোয়েন্টিতে এক রানে আউট হয়েছেন। তবে দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। এই দুই ওপেনারকেই প্রশংসায় ভাসিয়েছেন তামিম। তিনি বলেছেন, 'খুবই চমৎকার লাগে (তানজিদ-ইমনের ছক্কা)। আমার মনে হয় তারা খুবই সামর্থ্যবান ব্যাটসম্যান। আশা করি তারা সবরকমের সাফল্য পাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball