মিরপুরে খেলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে: লিটন

ছবি: সংবাদ সম্মেলনে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সেই কথাই যেন মনে করিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি মনে করেন মিরপুরে খেলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ডাউন হয়ে গেছে। বোলার হলে এই উইকেটে খেলে উন্নতি করতে পারতেন বলেও রসিকতা করেছেন তিনি।
কনকাশন সাবের নতুন নিয়মে লাভ দেখছেন লিটন
১০ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, 'আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে ব্যাটসম্যান হিসেবে (এখানে খেলে)। আমি যদি বোলার হতাম, হয়তোবা আমার ক্যারিয়ারটা একটু উন্নতি হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবশ্যই বাংলাদেশ দল ওখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। কিন্তু একই সময়, ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল।'

খাবার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা
৭ ঘন্টা আগে
মিরপুরের ব্যাটারদের জন্য একেবারে বধ্যভূমি সেটা অবশ্য মানতে চাননি লিটন। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন নির্দিষ্ট কিছু সিরিজে ব্যাটাররা সেখানে রান করতে পারেননি। স্পিন বোলারদের বিপক্ষে ব্যাটাররা রান করতে পারেন না সেটাও মানতে চান না লিটন। পাকিস্তানের বেশ ভালো কয়েকজন পেসার আছে এবং মানসম্পন্ন পেসার আছে তাদের বিপক্ষে ভালো ক্রিকেট না খেলার বিকল্প নেই মনে করেন লিটন।
তিনি বলেছেন, 'ব্যাটসম্যানদের যে সবসময় সমস্যা হয়, তা না। ক্লিয়ার করে দিই, নির্দিষ্ট ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে এখানে, স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, আপনি রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস, দুই সাইডের জন্যই জিনিসটা সমান থাকবে। এমন না যে আমরাই শুধু সুবিধা পাবো। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের টার্গেট।'