নাইমের কাছে বাংলাদেশই এগিয়ে

ক্রিকফ্রেঞ্জি
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার রেশ কেটে ওঠার আগেই গত মাসে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই পাকিস্তানের বিপক্ষে এবার মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লিটন দাসরা। পরিসংখ্যান পিছিয়ে থাকলেও সম্প্রতি শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি জেতা আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। জয়ের ধারায় থাকায় পাকিস্তানের বিপক্ষে নিজেদেরকেই এগিয়ে রাখছেন নাইম শেখ।

promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জেতার পর থেকেই টি-টোয়েন্টিতে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের। পাকিস্তান সফরে যাওয়ার আগে যাত্রা বিরতিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলে তারা। সেই যাত্রা বিরতিতে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ খোয়ান লিটনরা। পাকিস্তানে গিয়েও কুলকিনারা খুঁজে পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। পুরো সিরিজে নূন্যতম লড়াইও করতে পারেনি সফরকারীরা।


আরো পড়ুন

মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকবেন ওপেনার নাইম

৫ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাইম

ব্যাটিংয়ে তুলনামূলক ভালো করলেও বোলিংয়ে যেন ছন্দই খুঁজে পাচ্ছিল না তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের ছাড়া বোলিং লাইন আপ। মোহাম্মদ হারিস, শাদাব খান, হাসান নাওয়াজদের ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে শ্রীলঙ্কা সফরে। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিয়েছেন লিটনরা। বোলাররা নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে পারলে বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা নিতে পারবে বলে বিশ্বাস নাইমের।


promotional_ad

বাঁহাতি এই ওপেনার বলেন, ‘দেখুন—দল হিসেবে পাকিস্তান যেভাবে খেলেছে... যদিও আমি ছিলাম না। কিন্তু বেশিরভাগ ম্যাচেই দেখুন আমরা কিন্তু হাই-স্কোরিং ইনিংস খেলেছি। আমরা প্রায় ১৯০-২০০ রান করেছি। আমরা বোলিংটা যেভাবে হয়েছে... পাকিস্তানে যে বোলিংটা করেছি—শ্রীলঙ্কার বিপক্ষে দেখুন, জিনিসটা কিন্তু পুরোপুরি ভিন্ন।’


আরো পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

১৩ মিনিট আগে
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ফাইল ফটো

‘এখন আমাদের বোলাররাও কিন্তু ভালো জয়ের ধারায় আছে। সতীর্থ হিসেবে যেটা সামনাসামনি দেখলাম আমাদের বোলাররা এখন মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে। ইনশাআল্লাহ এটা ধরে রাখতে পারলে অবশ্যই আমরা ঘরের মাঠের সুবিধা নিতে পারব।’


২০ জুলাই মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক পাওয়া যাবে কিনা তা নিয়ে খানিকটা সংশয় রয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরি, শমিত সোমের মতো ফুটবলাররা জাতীয় দলে যুক্ত হওয়ায় ফুটবলের অনেকটা জাগরণ হয়েছে। অনেকেদের ধারণা, ক্রিকেটে পারফরম্যান্স না থাকায় সমর্থকরা ফুটবলে বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে নাইমের বিশ্বাস, জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে ক্রিকেটের পুরনো উন্মাদনা ভবিষ্যতেও থাকবে।


এ প্রসঙ্গে নাইম বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারিয়ে গেছে কিনা। কিন্তু আমরা এখন যে জয়ের ধারায় আছি, এটা সবসময় ধরে রাখতে পারলে অবশ্যই আমাদের আগে যে উন্মাদনাটা ছিল—ওটা ফিরবে ইনশাআল্লাহ। আমরা অতীতেও দেখেছি, এখনও উন্মাদনা আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball