বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে পারেন শাদাব

ছবি: ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে ব্যাট হাতে ১০ ম্যাচে ১৭৩ রান করেছিলেন শাদাব। ইসলামবাদ ইউনাইটেডের হয়ে ডানহাতি লেগ স্পিনে নিয়েছিলেন ১৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয় তাকে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ৪৮ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছিলেন শাদাব। পরের দুই ম্যাচে ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পেলেও বোলিংয়ে দুটি উইকেট নিয়েছিলেন।
বিগ ব্যাশের ড্রাফটে আফ্রিদিসহ ৪ পাকিস্তানি তারকা
১১ জুন ২৫
বাংলাদেশ সিরিজের পর আর কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি তারা। পাকিস্তানের পরের সিরিজ বাংলাদেশের বিপক্ষে, মিরপুরে। মাঠের বাইরে থাকলেও অস্বস্তিতে ভুগছিলেন শাদাব। যার ফলে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কাঁধের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারই সবচেয়ে ভালো উপায়।

৭ সেপ্টেম্বর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ
১৬ ঘন্টা আগে
জানা গেছে, কাঁধের অস্ত্রোপচার করাতে ইংল্যান্ডে যেতে পারেন ডানহাতি এই লেগ স্পিনার। শাদাবের মতো পেসার নাসিম শাহ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে পাওয়া নিয়েও শঙ্কা আছে। তাদের দুজনের কেউই ফিট নন। পিএসএল খেলার সময় সাইড স্ট্রেইন চোটে পড়েছিলেন ওয়াসিম। সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি তাঁর।
ওই সময় লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে এই সময় পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন ডানহাতি এই পেসার। জিও সুপার জানাচ্ছে, এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। যার ফলে তাদের তিনজনকে নিয়ে শঙ্কা রয়েছে। এ ছাড়া সবশেষ সিরিজের মতো এবারও বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানদের ছাড়াই বাংলাদেশে আসতে পারে পাকিস্তান।