ম্যাচের মাঝে রিপনের হেলমেট ধরে টান দিলেন সাউথ আফ্রিকার এনতুলি

বাংলাদেশ
ম্যাচের মাঝে রিপনের হেলমেট ধরে টান দিলেন সাউথ আফ্রিকার এনতুলি
ম্যাচের মাঝে রিপনের হেলমেট ধরে টান দিলেন সাউথ আফ্রিকার এনতুলি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের ইনিংসের ১০৪তম ওভারে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের পেসার শেপো ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলেই ছক্কা হাঁকান বাংলাদেশের পেসার রিপন মণ্ডল। সেই ছক্কার পরপরই রিপনের দিকে এগিয়ে এসে তাকে ধাক্কা দেন এনতুলি।

রিপন তাকে বারবার সরিয়ে দেয়ার চেষ্টা করলেও একপর্যায়ে এনতুলি রিপনের হেলমেট ধরে টান দেন। উত্তেজনার মধ্যে রিপন আবারও তাকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। পরে ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন, যদিও ততক্ষণে এনতুলি রিপনের হেলমেট ধরে তাকে বাজেভাবে হেনস্থা করেন।

ঘটনাটি ঘটে মিরপুরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে। বাংলাদেশ এইচপি ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের এই ম্যাচটি প্রথম শ্রেণির মর্যাদা না পেলেও মাঠের এই আচরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সিরিজের শেষ ম্যাচ এটি হওয়ায় শাস্তি প্রয়োগ ও কার্যকরের ধরন নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা হবে বলে ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। প্রথম শ্রেণির ম্যাচ না হলেও আচরণবিধি লঙ্ঘনের কারণে কড়া শাস্তির মুখে পড়তে পারেন এনতুলি।

মাঠের এই ঘটনা ছাড়াও খেলায় বাংলাদেশের অবস্থান ছিল বেশ শক্ত। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ এইচপি দল ৩৭১ রানে অলআউট হয়েছে। রিপন মণ্ডল ৮১ বলে ৪৩ রান করে আউট হন এনতুলির বলে, স্টাম্পিংয়ের শিকার হয়ে।

আরো পড়ুন: রিপন মণ্ডল