জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট

বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালে অভিষেক হওয়ার পর সেবারই প্রথম মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রাখা হয়নি কোনো টেস্ট। বছরখানেক পর আরও একবার মিরপুরকে ছাড়াই দুই টেস্টের সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ২০ এপ্রিল থেকে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের ম্যাচ খেলতে দুই দলকেই যেতে হবে চট্টগ্রামে। ২৮ এপ্রিল থেকে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। 

ধারণা করা হচ্ছে, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কথা মাথায় রেখে মিরপুরে কোনো টেস্ট রাখেনি বিসিবি। চলমান ডিপিএলের প্রথম রাউন্ডেই দুটি করে ম্যাচ হচ্ছে মিরপুরে। এমনকি পরবর্তী সময়েও নিয়মিতই ডিপিএল হবে এখানে। এ ছাড়া কদিন আগে মেয়েদের ডিপিএলের ম্যাচও হয়েছে মিরপুরেই। 

২০২০ সালের পর এবারই প্রথম বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সেবছরের ফেব্রুয়ারিতে একমাত্র টেস্টে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে হেরেছিল সফরকারীরা। যদিও পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে ২০২৪ সালে বাংলাদেশে এসেছিল তারা। যদিও ৪-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল জিম্বাবুয়েকে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি-

তারিখ ম্যাচ ভেন্যু
২০-২৪ এপ্রিল প্রথম টেস্ট সিলেট
২৮ এপ্রিল - ২মে দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম

আরো পড়ুন: বাংলাদেশ