
ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টিতে পরিত্যক্ত রংপুরের খেলা
হ্যাাটট্রিক জয়ে রংপুর রাইডার্সের ফাইনালটা আগেই নিশ্চিত ছিল। নিউজিল্যান্ডের প্রতিনিধি সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ছিল কেবল আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। বাংলাদেশের প্রতিনিধিদের ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। ফলে দুই দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে।