
তামিমের আক্ষেপের পর বৃষ্টি, বাংলাদেশের সিরিজ জয়
শ্রীলঙ্কা সফরে নিজের প্রথম সেঞ্চুরি পাওয়া থেকে মাত্র ৬ রান দূরে ছিলেন আজিজুল হাকিম তামিম। এমন সময় কুগাদাস মাথুলানের বলে সুহাস ফার্নান্দোকে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। আজিজুল তামিমের সেঞ্চুরির আক্ষেপের একটু পরই কলম্বোতে হানা দেয় বৃষ্টি। ম্যাচ খেলার মতো অবস্থা না থাকায় পরিত্যক্ত হয়েছে যুবাদের সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচটি। এগিয়ে থাকায় ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।