
ফিট থেকেও না খেলার অভিযোগ উড়িয়ে দিলেন খাওয়াজা
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে গত সপ্তাহের ম্যাচে খেলেননি উসমান খাওয়াজা। মূলত হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। তবে ম্যাচ বাদ দিয়ে সেই সময় তিনি স্ত্রীকে নিয়ে ফর্মুলা ওয়ান ইভেন্ট উপভোগ করতে মেলবোর্নে গিয়েছিলেন। খাওয়াজার এই ঘটনাটি বিতর্কের জন্ম দিয়েছে।