
হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারত না: সোহান
স্টিভ রোডস, রাসেল ডমিঙ্গো ও চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের সর্বশেষ তিন কোচেরই বিদায় হয়েছে বাজেভাবে। তাদের প্রত্যেকেই ক্রিকেটার বা বোর্ডের কাছে অপ্রিয় হয়ে উঠেছিলেন একটা সময়। এই কোচদের মধ্যে কেউ কেউ ছিলেন অতি কোমল। আবার কেউ কেউ ছিলেন অনেক কঠোর। তবে এর মধ্যেই অনেকে হয়ে উঠেছিলেন ক্রিকেটারদের প্রিয়। এই তিন কোচের অধীনেই খেলেছেন নুরুল হাসান সোহান।