ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই দলের অধিনায়কত্বও পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে মায়ামি ব্লেজ দল।