
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
মোহাম্মদ শিহাব জেমস, রিজান হোসেন এবং ফরিদ হাসানের দারুণ তিনটি ইনিংসে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। শুরুতে ব্যাটিং ব্যর্থতার পর শিহাব জেমস এবং রিজান হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে ফরিদ হাসানের দৃঢ়তায় মাঝারি মানের লক্ষ্য দাঁড় করায় দলটি। জবাবে ইকবাল হোসেন ইমন, আল ফাহাদদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩৯ রানে গুঁটিয়ে যায় ভারত। বাংলাদেশ ফাইনাল ম্যাচটি জিতে ৫৯ রানে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ শিরোপা জিতল বাংলাদেশ।