
ওয়ানডেতে এক ধাপ এগিয়ে সাতে বাংলাদেশের মেয়েরা
সবশেষ ১২ মাসে ১৪ টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ নারী দলের জয় মাত্র তিনটিতে। এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০ ওভারের ক্রিকেটে পিছিয়ে গেলেও ওয়ানডেতে এগিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ দুই ধাপ পিছিয়ে যাওয়ায় সাতে উঠে এসেছেন জ্যোতিরা।