
মে মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল
দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সফর স্থগিত করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। চারদিনের এবং তিনদিনের সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।