
২১ রানে রিজওয়ানের ৪ উইকেট, জিতল রংপুর
চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশেই ছিলেন না চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তরুণ এই অলরাউন্ডার। ব্যাট হাতে ২০ রান করা রিজওয়ান বোলিংয়ে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। রংপুর বিভাগকে জেতাতে সাইফ হাসান, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন ও সুমন খানকে ফিরিয়েছেন তিনি। তরুণ এই অলরাউন্ডারের এমন পারফরম্যান্সে ২১ রানে জয় পেয়েছে রংপুর। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচেই জিতলেন আকবর আলীরা।