
শেষ বলের রোমাঞ্চে নেপালের নাটকীয় জয়
ম্যাচ জিততে শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ৭ রান, হাতে ছিল ২ উইকেট। তবে ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই সন্দীপ লামিচানের উইকেট হারায় তারা। মার্ক ওয়াটের বলে লামিচানে ফেরার পর শেষ ব্যাটার হিসেবে কারান কেসির সঙ্গে যোগ দেন রিজান ধাকাল। দ্বিতীয় বলটা ওয়াইড দিলেও পরের ডেলিভারিতে ডট বল আদায় করে নেন ওয়াট।