
লঙ্কা টি-টেনে কলম্বোর হয়ে খেলবেন রনি
রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, ঢাকা ডাইমাইটস ও সিলেটের মতো ফ্র্যাঞ্চাইজির বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত খেলেছেন রনি তালুকদার। দেশের জনপ্রিয় টুর্নামেন্টে খেললেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ডানহাতি ওপেনার এখন পর্যন্ত দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেননি। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে ৩৪ বছর বয়সী এই ব্যাটারের।