
বেসরকারি লিগ থেকে ‘পাকিস্তান’ নামটাই সরিয়ে নিচ্ছে পিসিবি
এখন থেকে কোনো বেসরকারি ক্রিকেট লিগে দেশের নাম ব্যবহার করা যাবে না, এমনটা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ ভারতীয় খেলোয়াড়দের ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’-এর বিপক্ষে না খেলার ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।