
‘বাজে ফর্মের কারণে রোহিতের অধিনায়কত্বে প্রভাব পড়ছে’
প্যাট কামিন্সের অফ স্টাম্পের অনেকটা বাইরের শর্ট অব লেংথ ডেলিভারি! টেস্টে বেশিরভাগ ক্ষেত্রেই এমন বল খেলার ঝুঁকি নিতে চান না ব্যাটাররা। তবে রোহিত শর্মা অফ স্টাম্পের বাইরের বলকে লেগ সাইডে টেনে এনে পুল করতে চাইলেন। তাতে লিডিং এজ হয়ে মিড অনে থাকা স্কট বোল্যান্ডকে ক্যাচ দিয়ে ফিরলেন ৩ রান করা ভারতের অধিনায়ক। অফ ফর্মের বৃত্তে ঘুরপাক খাওয়া রোহিত আরও একবার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরলেন।