
জিএসএলে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব
দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব আল হাসান। কেশভ মহারাজের বদলি হিসেবে বাংলাদেশের এই ক্রিকেটারকে নিয়ে আইএল টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিটি। জিএসএলের এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।