
জাকের-হৃদয়ের জুটি থেকে পাকিস্তানকে শিক্ষা নেয়ার পরামর্শ রমিজের
মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেলের বোলিং তোপে ৩৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হলেও তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক সেটা হতে দিলেন না। প্রতিপক্ষের বোলারদের সামলালেন, লড়াই করলেন এবং বাংলাদেশকে ২২৮ রানের পুঁজি এনে দিলেন। জাকের ও হৃদয়ের জুটির প্রশংসা করার পাশাপাশি পাকিস্তানকে এখান থেকে শিক্ষাও নিতে বলছেন রমিজ রাজা।