
রাকিবুল-মাহফুজুরের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশের সিরিজ জয়
মারুফ মৃধার স্লোয়ার ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টা করলেও এক রানের বেশি নিতে পারেননি হ্যান্ডসাম মোকোয়েনা। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের জয়-পরাজয়ের সবটা নির্ভর করছিল ৩৭ রানে অপরাজিত থাকা ডানহাতি ব্যাটারের উপর। প্রথম বলেই সিঙ্গেল নেয়ায় মারুফের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতো সেসোনা সেপোকে। ঝুঁকি না নিয়ে মোকোয়েনাকে স্ট্রাইক দিতে উদ্রগীব ছিলেন তিনি। বাঁহাতি পেসার মারুফের অফ স্টাম্পের বাইরের বলে অফ সাইডে ঠেলে দিয়েই তাই দৌড় দিলেন সেসোনা।