
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
২০০৭ সালে সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার এক সঙ্গে লাল সবুজের জার্সিতে খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। একজন থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের ক্রিকেট ‘পঞ্চপাণ্ডব’। বাংলাদেশের মানুষের, ক্রিকেটের স্বপ্ন সারথীও। তাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটও দেখে সোনালি সময়।