
কোনোদিন ভাবিনি শিরোপা জয়ের এই দিনটা দেখতে পারব: কোহলি
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর অবশেষে আইপিএলের শিরোপা জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শশাঙ্ক সিংয়ের শেষ ওভারের কয়েকটি ছক্কায়ও জিততে পারেনি পাঞ্জাব কিংস। শেষ চার বলে যখন ২৯ রান লাগত পাঞ্জাবের, তখনই আবেগি হয়ে পড়েন বিরাট কোহলি। জয় পাওয়ার পর হাঁটু গেড়ে বসে পড়েন, চোখ ঢেকে ফেলেন দু’হাতে। সতীর্থদের উল্লাস, গ্যালারির গর্জন—কোনোটাই যেন স্পর্শ করতে পারেনি তাকে।