
এক সিরিজ খেলেই বাদ পড়তে যাচ্ছেন নায়ার
ট্রিপল সেঞ্চুরি করার পরও ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন কারুন নায়ার। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও সাদা পোশাকে জাতীয় দলে ফেরেন ডানহাতি এই ব্যাটার। ইংল্যান্ড সফরে ‘দ্বিতীয় সুযোগ’ পেলেও সেটা কাজে লাগাতে পারেননি তিনি। প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাদ পড়তে যাচ্ছেন নায়ার। ৩৩ বছর বয়সি ব্যাটারের জায়গা নিতে যাচ্ছেন দেবদূত পাডিকাল।