
মাহমুদউল্লাহ ঝড়ো ইনিংস ছাপিয়ে চট্টগ্রামকে জেতালেন দিপু-জয়
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রান তুলে নিয়ে বেশ স্বস্তিতেই ছিল ঢাকা মেট্রো। তবে এমন বড় লক্ষ্যও অনায়াসে পেরিয়ে গেছে চট্টগ্রাম বিভাগ। তাও আবার ৮ উইকেট আর ১৯ বল হাতে রেখে। শাহাদাত হোসেন দিপু ৩৬ বলে ৬৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন। মাহমুদুল হাসান জয়ও পেয়েছেন ঝড়ো হাফ সেঞ্চুরি।