
বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়: মিঠুন
বিএনপির প্রার্থী হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম ইকবাল। জানা গেছে, সভাপতির দৌড়ে থাকা আরেক প্রার্থী আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচনের পেছনে বড় ভূমিকা আছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। নির্বাচনের আমেজ শুরু হতেই এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগও উঠেছে। মোহাম্মদ মিঠুন জানান, বিসিবি নির্বাচন নিয়ে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়।