
মাহফুজুরের ৩৯ বলে ৮২ রানের ঝড় ছাপিয়ে ১ রানে জিতল মেট্রো
লক্ষ্য ১৫৭ রান! তবে ৭৮ রান তুলতেই ৭ উইকেট নেই সিলেট বিভাগের। ছন্দে থাকা জিসান আলম, তৌফিক খান তুষাররা ফিরেছেন দ্রুতই। এমন জায়গা থেকে সিলেটের জয়ের আশা করাটা হয়ত বোকামিই ছিল। তবে একপ্রান্ত আগলে রেখে স্বাগতিকদের জয়ের স্বপ্ন দেখিয়ে গেছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ৬ বলে ২৪ রানের কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে একাই লড়েছেন বাঁহাতি এই ব্যাটার।