
ব্যাট হাতে ব্যর্থ সাকিব, প্রথমবারের মতো প্লে-অফে অ্যান্টিগা
বল হাতে সব থেকে খরুচে, ব্যাত হাতে দলকে ফেললেন বিপদে। বৃহস্পতিবার ভোরে সাকিব আল হাসান ব্যাট হাতে হতাশ করেন টাইগার ভক্তদের। বল হাতে অবশ্য মুন্সিয়ানা দেখান তিনি। আর ব্যাট হাতে নেমে মাঠে টিকলেন মাত্র দুই বল। এক রান করেই ফিরলেন সাজঘরে। যদিও চার উইকেটে ম্যাচটি জিতে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স। প্রথমবারের মতো প্লে-অফেও জায়গা করে নিলো সাকিবের দল।