
পাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফ্ট
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তাদের অভিযোগ আমলে নেয়নি আইসিসি। পরবর্তীতে ভারত ও পাকিস্তানের ম্যাচের ঘটনার জন্য পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফ্ট। যার ফলে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজী হয়েছে পাকিস্তান।