
প্রভসিমরান-আইয়ারে পাঞ্জাবের জয়
আর্শদীপ সিং তিন উইকেট নিলেও লকি ফার্গুসন, মার্কা জানসেন, গ্লেন ম্যাক্সওয়েলরা বল হাতে ছিলেন মিতব্যয়ী। নিকোলাস পুরান, আয়ুশ বাদোনিরা ভালো শুরু পেলেও হাফ সেঞ্চুরি করতে পারেননি। তবে আব্দুল সামাদের শেষের ঝড়ে ১৭১ রানের পুঁজি পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। একানার ধীরগতির উইকেটে কাজটা হওয়ার কথা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। পাঞ্জাব কিংসকে জেতানোর কাজটা শুরু করেছিলেন প্রভসিমরান সিং।