
কীভাবে ছক্কা মারি এই প্রশ্নটা লক্ষবার শুনেছি: পুরান
চলতি আইপিএলে ব্যাট হাতে একের পর এক ঝড়ো ইনিংস খেলছেন নিকোলাস পুরান। তার দাপুটে ইনিংসে গতকালের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ম্যাচ শেষে সহজাত ভঙ্গিমায় ছক্কা হাঁকানোর কৌশল আবারো বর্ণনা করেন পুরান।