
নাসুমের শেষের ঝলকে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো মোহামেডান
সবশেষ কয়েকদিনে মাঠের বাইরে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কাণ্ডের সঙ্গে আবাহনী লিমিটেডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকায় এমনিতেও চাপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সময়ে বিকেএসপিতে হওয়া ম্যাচে আবাহনী জয় পাওয়ায় চাপটা দ্বিগুণ হয়ে উঠে তাদের জন্য। মিরপুরে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে হারলেই তারকাঠাসা দল সাজিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হবে না হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেনদের। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ২৩ রান করতে হতো মোহামেডানকে।