নিউইয়র্ক ও ত্রিনিদাদের উইকেটকে ‘অসন্তোষজনক’ বলছে আইসিসি

সংবাদ · আইসিসি
 নিউইয়র্ক ও ত্রিনিদাদের উইকেটকে ‘অসন্তোষজনক’ বলছে আইসিসি
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট নিয়ে শুরু থেকেই সমালোচনা ছিল। বিশেষ করে নিউইয়র্কের উইকেটকে নিয়েই বেশি সমালোচনা চলতে থাকে। এছাড়া বিশ্বকাপের আরেকটি আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়েও সমালোচনা চলছিল। এই দুটো উইকেটকে ‘অসন্তোষজনক’ বলেছে আইসিসি।

উইকেটের মান অনুযায়ী আইসিসি এই রেটিংগুলো দিয়ে থাকে। সবচেয়ে ভালো মানের পিচকে দেয়া হয় ‘ভেরি গুড’ রেটিং। এ ছাড়া খেলার অনুপযোগী উইকেটের ক্ষেত্রে দেয়া হয় ‘আনফিট’ রেটিং।

বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় তিন মাস পর সব পিচের রেটিং দিয়েছে আইসিসি। ফাইনাল ম্যাচের পিচ বার্বাডোজের কিংসটন ওভালকে ‘ভেরি গুড’ রেটিং দেওয়া হয়েছে। কিন্তু অসম বাউন্সিংয়ের কারণে নিউইয়র্কের উইকেটটিকে দেয়া হলো ‘আনফিট’ রেটিং।

নিউইয়র্কের উইকেটের কঠোর সমালোচনা হয় যখন সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তারপর ভারতের বিপক্ষে খেলতে গিয়ে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

এই উইকেটে পাকিস্তানের বিপক্ষে ১১৯ রান করেও জিতে যায় ভারত। আইসিসি জানায়, উইকেটটি যেহেতু স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে, যে কারণেই কিছু ঘাটতি রয়ে গেছে।

এ ছাড়া ত্রিনিদাদের উইকেটে সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ম্যাচের উইকেট নিয়ে সেদিন হতাশা প্রকাশ করতে দেখা যায় আফগান কোচ জোনাথন ট্রটকে। এই উইকেটগুলো ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি উইকেটগুলোকে ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি।

আরো পড়ুন: this topic