Connect with us
Column-trTuesday 3rd of November 2020

সূর্যকুমার কেন অস্ট্রেলিয়া সিরিজে নেই জানালেন শাস্ত্রী

|| ডেস্ক রিপোর্ট ||  ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য বেশকিছু উদীয়মান ক্রিকেটারকে নজরে রেখেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।  এর ভেতর অন্যতম ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্য্যকুমার যাদব এবং কলকাতা নাইট রাইডার্সের ভরুণ চক্রবর্তী।  এর ভেতর ভরুণ দলে ডাক পেলেও ডাক পাননি যাদব। আইপিএলে ২০১৮ আসর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন যাদব। কিন্তু তারপরও দলে ডাক পড়েনি ডানহাতি এই ব্যাটসম্যানের।  অবশেষে তাঁর দলে না থাকার কারণ জানালেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। অভিজ্ঞতায় ভরপুর ভারতের জাতীয় দলে এখনই খেলাটা যাদবের জন্য কঠিন হবে বলেই তাঁকে নেয়া হয়নি বলে জানিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, 'সূর্যকুমারের মতো আরও ৪-৩ জন খেলোয়াড় আছেন। কিন্তু আপনার যদি প্রতিভা ও অভিজ্ঞতায় ভরপুর এমন একটি দল থাকে, তখন সেখানে প্রবেশ করা খুব কঠিন হয়ে যায়।' আমি যখন খেলতাম তখন ভারতীয় ব্যাটিং লাইনআপে প্রত্যেকের নিজের জায়গাটি নির্দিষ্ট ছিল এবং এই মিডল অর্ডারে প্রবেশ করা অনেকের পক্ষে কঠিন ছিল। সে সময়ও অনেকেই ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করা স্বত্বেও দলে জায়গা পেতেন না।' একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের ধৈর্য্য ধরার পরামর্শ দেন জাতীয় দলের এই কোচ। সুযোগ পেলে তা হাতছাড়া না করে যথাযথভাবে কাজে লাগাতে বলেন তিনি। রবি শাস্ত্রী এই প্রসঙ্গে বলেন, 'সকল তরুণদের জন্য আমার একটি বার্তা রয়েছে - ধৈর্য ধরুন এবং আপনি যখন সুযোগ পান,সেটিকে কাজে লাগান। এই সময় আপনি জগাখিচুড়ি পাকাবেন না। হতাশ হওয়ার পরিবর্তে আপনার মানসিকতায় ইতিবাচক থাকুন যে আপনি যখন সুযোগ পাবেন তখন এর সেটি যথাযথভাবে কাজে লাগাবেন।' আইপিএলের ২০১৮ সালের আসরে ১৪ ম্যাচে ৫১২ রান করে সকলের নজরে এসেছিলেন যাদব। পরের বছর ১৬ ম্যাচে ৪২৪ রান তোলেন মুম্বাইয়ের এই ব্যাটসম্যান। আর চলতি আসরে এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ১৫৩.২৭ স্ট্রাইক রেটে ৩৭৪ রান সংগ্রহ করেছেন তিনি।