|| ডেস্ক রিপোর্ট || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনেক দিন ধরেই একসঙ্গে খেলছেন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। যদিও এখনো পর্যন্ত দুজনে মিলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতাতে পারেননি আইপিএলের শিরোপা। বৃহস্পতিবার ছিল বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির ৩২তম জন্মদিন। জৈব সুরক্ষা বলয়ে থেকেই স্ত্রী ও সতীর্থদের নিয়ে কেক কাটেন তিনি। ওই ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে বেঙ্গালুরু। সেখানে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন আইপিএলে দীর্ঘদিনের সতীর্থ ভিলিয়ার্স। এবারের আইপিএল শিরোপাটাই কোহলির জন্মদিনের উপহার হবে বলে জানান মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান। তিনি বলেন, 'আমি তোমাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই। তুমি দারুণ একজন মানুষ। আজকের দিনটা এখানে আমাদের সঙ্গে সুন্দর কাটুক। এবারে আইপিএল শিরোপাটা হবে তোমাকে দেয়া আমাদের জন্মদিনের উপহার।' তাদের দুজনের বন্ধুত্ব সারাজীবন টিকে থাকবে বলে ওই ভিডিওতে জানিয়েছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। এলিমেনটরে জিততে সবাইকে নিজেদের সর্বোচ্চটা দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভিলিয়ার্স বলেন, 'আমাদের যা আছে, সবাই নিজেদের সর্বোচ্চটা দেবো। আমাদের একসঙ্গে অনেক বিশেষ স্মৃতি আছে। আমাদের বন্ধুত্ব সারাজীবন টিকে থাকবে। আমি সবসময় এটা মনে রাখবো।' আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম এলিমেনটরে মাঠে নামবে বেঙ্গালুরু। এই ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে। তাদের মধ্যে এক দল খেলবে ফাইনাল।
|| ডেস্ক রিপোর্ট || সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তার তুলনা চলে হরহামেশাই। যদিও তাদের পর্যায়ে যেতে হলে বাবরকে আরও ধারাবাহিক হতে হবে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হোসেন। ২০১৫ সালে ঘরের মাঠ লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয় বাবরের। এখন পর্যন্ত সীমিত ওভারের ৭৭ ম্যাচ ৩ হাজার ৫৮০ রান করেছেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। হাঁকিয়েছেন ১২ সেঞ্চুরি। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। তবে সাদা পোশাকের ক্রিকেটে তাকে আরেকটু ধারাবাহিক হতে হবে বলে মনে করেন নাসির। তিনি বলেন, 'বাবর ক্রিকেটের কিংবদন্তি হওয়ার পথেই আছে। সাদা বলের ক্রিকেটে সে সেরা হওয়ার পথেই আছে। টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে শীর্ষ হওয়ার কাছেই আছে, ওয়ানডেতেও বাবর অনন্য। 'ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও ভালোই করেছে। মনে রাখতে হবে ইংল্যান্ডে এসে টেস্ট খেলা সহজ না। তার কেবল টেস্টে ধারাবাহিক হতে হবে বিরাট কোহলিদের পর্যায়ে যেতে হলে।' একই সঙ্গে বাবরকে সেরা হবার টোটকাও দেন নাসির। কেবলমাত্র তিন ফরম্যাটেই সব কন্ডিশনে ধারাবাহিক হলেই এবং মনে বিশ্বাস রাখলেই তিনি সেরা হয়ে উঠবেন। এ প্রসঙ্গে নাসির বলেন, 'সে অসাধারণ একজন ক্রিকেটার, কোনো ভুল করে না। তার শুধু এই বিশ্বাসটা রাখতে হবে সে খেলাতে সেরা হতে চায়। আর সেটার জন্য আপনাকে তিন ফরম্যাটেই সব কন্ডিশনে ধারাবাহিক হতে হবে।'
|| ডেস্ক রিপোর্ট || বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহামুদুল হাসান জয়। বর্তমানে হাই পারফর্ম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্পে রয়েছেন তিনি। এইচপির প্রধান কোচ টবি রেডফোর্ডের অধীনে থেকে ভবিষ্যতে ভালো কিছু করার প্রত্যাশা তার। জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে প্রেসিডেন্টস কাপের মত প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই টুর্নামেন্টে মাহামুদউল্লাহ একাদশের হয়ে খেলেছিলেন জয়। একটি হাফ সেঞ্চুরি সহ তিন ম্যাচে মোট ৮৯ রান সংগ্রহ করে বড়দের বিপক্ষে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। এইচপির ক্যাম্পে অনূর্ধ্ব-১৯ দলের ১২-১৩ জন ক্রিকেটার আগামীর জন্য নিজেদের প্রস্তুত করছেন। প্রধান কোচের কাছে নিত্যনতুন কৌশল শিখে নিজেদের দুর্বল জায়গাগুলো আরো শক্তিশালী করে গড়ে তুলতে চান যুবারা। এমনকি ভবিষ্যতে ভালো খেলতেও আশাবাদী তারা। এ বিষয়ে জয় বলেন, 'নতুন নতুন অনেক টেকনিকের কাজ উনি (রেডফোর্ড) দেখিয়ে দিচ্ছেন। তাই ওগুলোর ওপর আমরা বেশি জোর দিচ্ছি। ওগুলোয় যদি আমরা স্ট্রং হতে পারি, তাহলে আগামীতে আমরা আরও ভালো কিছু করতে পারব।' 'আমরা অনূর্ধ্ব-১৯ থেকে এসেছি। আমরা প্রায় ১২-১৩ জন আছি অনূর্ধ্ব-১৯ এর । এটা আমাদের নতুন একটি ক্যাম্প। তাই এখানে আমরা টেকনিক্যাল বিষয়গুলোয় আরও বেশি উন্নতি করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।' নভেম্বর শেষের দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজনের কথা রয়েছে বিসিবির। ৫ দলের এই টুর্নামেন্টে দল পেতে বেশ আশাবাদী জয়। এমনকি সুযোগ পেলে ভালো খেলারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। জয় বলেন, 'ওটায় (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) যদি টিম হয় আল্লাহ এর রহমতে তাহলে আমরা সবাই চেষ্টা করবো ভালো করার। এবং আমি আমার নিজের দিক থেকে চেষ্টা করবো আমার সেরা পারফর্ম করার।'
|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || দুই বছরের (এক বছরের স্থগিতাদেশ) নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দেয়া নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আশা করা যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ২২ গজের লড়াইয়ে ফিরবেন সাকিব। টুর্নামেন্টে অংশ নিতে হলে ফিটনেস পরীক্ষা দিতে হবে প্রত্যেক ক্রিকেটারদের। লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষায়। ফিটনেস পরীক্ষায় দেশসেরা এই ক্রিকেটারের উতরে যাবার বিষয়ে বেশ আশাবাদী সাকিবের বাল্যকালের গুরু মোহাম্মদ সালাহউদ্দিন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন ফিটনেস ধরে রাখতে সাকিব যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে তবে পরীক্ষায় সহজেই উতরে যাবেন সাকিব, এমনটাই মন্তব্য করেন এই কোচ। সালাহউদ্দিন বলেন, 'ভালো লাগছে যে সে আবার ক্রিকেট খেলা শুরু করবে। আমেরিকাতে কি করেছে তা তো জানিনা কিন্তু আগে যখন ছিল তখন ফিটনেস খুব ভালো অবস্থায় ছিল। যদি আমেরিকাতে ফিটনেস নিয়ে কাজ করে থাকে আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাশ করার ব্যাপারে।' লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকার কারণে ২২ গজে ফিরে মানিয়ে নিতে স্বভাবতই কিছুটা সমস্যা হবার কথা একজন ক্রিকেটারের। কিন্তু সাকিবের ব্যপারে এই বিষয়ে খুব একটা উদ্বিগ্ন নন সালাহউদ্দিন। সাকিব আগের জায়গায় ফিরে আসবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আজ হোক কাল হোক সে আগের জায়গায় ফিরে আসবে।' সাকিবের অনুশীলন নিয়ে পরিকল্পনার ছক আটছেন কিনা সে প্রসঙ্গে সালাহউদ্দিন বলান, 'এ নিয়ে আমার সাথে এখনো কোন কথা হয়নাই। যেহেতু এখন সে বোর্ডের অধীনে, বোর্ডের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিবে কীভাবে অনুশীলন করবে।' 'সত্যি কথা বলতে আমার সাথে এ বিষয়ে কোন কথা হয়নি। সর্বশেষে ৫-৭ দিন আগে অন্য বিষয়ে কথা হয়েছে কিন্তু খেলা নিয়ে কোন কথা হয়নি।'
|| ডেস্ক রিপোর্ট || ডিসেম্বরের ৩ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগের (বিবিএল)। কিন্তু এক সপ্তাহ পিছিয়ে এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসর। শুরুর দিকের ম্যাচগুলো হবে হোবার্ট ও ক্যানবেরা এই দুই ভেন্যুতে। এরপর কুইন্সল্যান্ড ও অ্যাডিলেডে হবে বাকি ম্যাচগুলো। পর্যায়ক্রমে অন্যান্য ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে সিএ। প্রাথমিকভাবে ২১ টি ম্যাচের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স। এবারের বিগ ব্যাশের সূচি চূড়ান্ত করার কাজকে সবচেয়ে কঠিন মনে করেন সিএর বিগ ব্যাশ প্রধান অ্যালিস্টার ডুবসন। তিনি বলেন, 'কোনো সন্দেহ ছাড়াই এই সূচি তৈরি কঠিন কাজ। অবশেষে এটা মাঠে গড়াচ্ছে এটা ভেবেই আমরা রোমাঞ্চিত। এটা খুব কঠিন বছর ছিল অস্ট্রেলিয়ার অনেক মানুষের জন্য। আমরা অস্ট্রেলিয়ার সব রাজ্যেই অনুমতি পেলে বিগ ব্যাশ আয়োজনের দিকে তাকিয়ে আছি।' বিগ ব্যাশের সূচি চূড়ান্ত করতে পারায় নিজেদের আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, 'আমরা খুশি যে দল, ক্রিকেটার, ব্রডকাস্টার ও বানিজ্যিক সহযোগীদের বিগ ব্যাশ কবে শুরু হবে, ভেন্যু এবং সূচি জানাতে পারছি। আমরা এই পরিস্থিতিতে ৩৫টি লিগ ম্যাচ ফাইনাল সিরিজ আগামী বছর আয়োজন করতে চাচ্ছি। বাকি ভেন্যুগুলোর ব্যাপারে আগামী সপ্তাহে ঘোষণা আসবে।'
|| ডেস্ক রিপোর্ট || কিছুদিন আগেই কোয়ারেন্টাইন ইস্যুর জটিলতার কারণে বাতিল হয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কা সরকার এবং স্বাস্থ্য বিভাগ তাঁদের কোয়ারেন্টাইনে শিথিলতা না আনার কারণে বাতিল হয়ে গিয়েছিল সিরিজটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) শ্রীলঙ্কা সরকার সাফ জানিয়ে দিয়েছিল, লঙ্কায় অবতরণের পরপরই ১৪ দিন হোটেলেবন্দী অবস্থায় থাকতে হবে ক্রিকেটারদের। এ সময়ে তিনবার করোনা টেস্ট হবে। তিনবারই ফল নেগেটিভ হলে তবেই মাঠে নামার অনুমতি পাবেন তামিম-মুমিনুলরা। নিজেদের দেশে করোনার প্রকোপ যেন ফের না বাড়ে সেই জন্যই এমন কঠোর অবস্থানে ছিল লঙ্কা সরকার। কিন্তু করোনার এই প্রকোপের কথা যেন লঙ্কা সরকার বেমালুম ভুলে গেল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আয়োজনের ক্ষেত্রে। এলপিএলে অংশ নিতে যাওয়া বিদেশি খেলোয়াড়দের কোয়ারেন্টাইন সময়কালে শিথিলতা আনতে যাচ্ছে দেশটির সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। সরে আসতে যাচ্ছে তাঁদের কঠোর অবস্থান থেকে। সম্প্রতি এলপিএলের চলতি বছরের অনুষ্ঠিতব্য আসরটি আরব আমিরাত অথবা মালয়েশিয়াতে করার পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোয়ারেন্টাইন ইস্যুতে বনিবনা না হওয়ায় নিজ দেশে টুর্নামেন্টটির আয়োজন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্ত নেবার সঙ্গে সঙ্গেই যেন টনক নড়ে যায় লঙ্কা সরকারের। বিদেশী খেলোয়াড়দের কোয়ারেন্টাইন শিথিল করার ঘোষণা দেয় দেশটির সরকার। একই সঙ্গে জানানো হয় শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগের আসরটি। বৃহস্পতিবার এসএলসির কর্মকর্তারা এবং টুর্নামেন্ট পরিচালক রাভিন বিক্রারমারত্নে একত্রে মিলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। সেখানেই কোয়ারেন্টাইন ইস্যুর শিথিলতা এনে লঙ্কাতেই টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে দেন লঙ্কা প্রেসিডেন্ট গতবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের বরাত অনুযায়ী, 'প্রেসিডেন্ট এই অনুষ্ঠানটি (এলপিএল) দেশে অনুষ্ঠিত করতে এবং ক্রীড়া কার্যক্রম স্বাভাবিক অবস্থায় আনার পক্ষে সমর্থন জানিয়েছেন।' 'বিদেশ থেকে আগত খেলোয়াড়রা ৭ দিনের কোয়ারেন্টাইনের সময়কালে ১ বা ২ দিনের জন্য রুমে আবদ্ধ থাকতে হবে কিনা তা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গাইডলাইন জারি করবে।' মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময়কালে শিথিলতা না আসায় দেশের বাহিরে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করেছিল এসএলসি। বোর্ড চেয়েছিল কোয়ারেন্টাইন সময়কাল ৫-৭ দিন করতে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় ১৪ দিনের সময়কালে অনড় ছিল।
|| ডেস্ক রিপোর্ট || নিষেধাজ্ঞা কাটিয়ে গেল মাসের ২৯ তারিখ ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার সময়কালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিং থেকে সিরিয়ে দেয়া হয়েছিল তাঁর নাম। শাস্তি শেষ হওয়ায় ফের র্যাঙ্কিংয়ে তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এরই পরিপ্রেক্ষিতে ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন ক্রিকেটের এই বরপুত্র। নিষেধাজ্ঞার পূর্বে ৩৭৩ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। ক্রিকেট থেকে নির্বাসনে যাবার পর তাঁর স্থলাভিষিক্ত হন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিব ফিরে আসায় এখন দুইয়ে নেমে গেছেন এই আফগান ক্রিকেটার। সাধারণত কোন সিরিজ শেষ হলে র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। গতকাল পাকিস্তান-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শেষ হওয়ায় র্যাঙ্কিং হালনাগাদ করার ফলে সীমিত ওভারের ক্রিকেটের সেরা অলরাউন্ডারের আসনে ফের বসেছেন সাকিব। ২৮১ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে পাচে নামিয়ে চারে উঠে এসেছেন ওকস সতীর্থ বেন স্টোকস। নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম রয়েছেন র্যাঙ্কিংয়ের ছয়ে। আফগান ক্রিকেটার রশিদ খান ২৫৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৭ নম্বরে। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার রয়েছেন আটে, ভারতের রবীন্দ্র জাদেজা নয়ে এবং পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেরা দশে ঢুকে গেছেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস।
|| ডেস্ক রিপোর্ট || হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলে রাখা হয়নি ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মাকে। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ১৮ অক্টোবরের পর চার ম্যাচে মাঠে নামতে পারেননি এই ওপেনার। ইনজুরির কারণে জাতীয় দলে না থাকলেও মুম্বাইয়ের অনুশীলনে ঠিকই দেখা গিয়েছিল রোহিতকে। আর সে সময় থেকেই বিতর্কের বেড়াজালে আটকা পড়তে হয় তাঁকে। আগুনে ঘি ঢালার মতো ভারতীয় এই ওপেনার বিতর্ক আরো উসকে দিয়েছেন মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমে। যেই রোহিতকে চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে দলে রাখা হয়নি তিনিই কিনা দল ঘোষণার পরপরই মুম্বাইয়ের হয়ে মাঠে নামেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে। রোহিতের এই আচরণ প্রশ্নবিদ্ধ করেছে জাতীয় দলের প্রতি তাঁর দায়বদ্ধতাকে। সাবেক ভারতীয় অধিনায়ক দিলিপ ভেংসরকার চলমান এই বিতর্কের জের ধরে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোহিত শর্মাকে। ভেংসরকার বলেন, 'প্রশ্ন হলো, ভারতের হয়ে খেলার চেয়ে আইপিএল খেলাই কি তার (রোহিত) কাছে বেশি গুরুত্বপূর্ণ? জাতীয় দলে চেয়ে ক্লাবের হয়ে খেলাই বেশি গুরুত্ব পাচ্ছে? বিসিসিআই এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে? নাকি বিসিসিআইয়ের ফিজিও রোহিতের চোট ঠিকভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে!' ধারণা করা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে জপ্ল ঘোলা হচ্ছে তাঁকে নিয়ে। আবার ভারতীয় সংবাদমাধ্যমে কোহলির সঙ্গে রোহিতের পূর্বের দ্বন্দ্বের বিষয়টি টেনে আনছে এখানে। রোহিতের প্রসঙ্গে সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিবলেছিলেন, 'চোটের কারণেই রোহিতকে দলে রাখা হয়নি। রোহিত নিজেই জানে, তার সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে। স্রেফ এই আইপিএল বা পরের সিরিজই নয়। আমি নিশ্চিত, সে জানে কোনটি তার জন্য সবচেয়ে ভালো।' এদিকে রোহিত দাবী করছেন ইনজুরি কাটিয়ে তিনি বর্তমানে সুস্থ্য রয়েছেন। একই সঙ্গে মুম্বাইয়ের হয়ে সাম্নের ম্যাচগুলোতে খেলারও ইঙ্গিত দেন তিনি। রোহিত বলেন, 'এটা (হ্যামস্ট্রিং) এখন সত্যিই ভালো আছে। আমি খেলায় ফিরতে পেরে খুশি। এখানে আরও কিছু ম্যাচ খেলবো, আমি সেদিকে তাকিয়ে আছি। দেখা যাক কী হয়।'
|| ডেস্ক রিপোর্ট || করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেট শুরু করেছে নিউজিল্যান্ড। চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা রয়েছে ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু সিরিজের আগে ইনজুরির হানায় দিশেহারা হয়ে পড়েছে কিউইরা। ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে ইনজুরিতে পড়া ক্রিকেটারদের তালিকা। তিনজন থেকে যে তালিকা গিয়ে দাঁড়িয়েছে ছয়জনে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট প্ল্যাঙ্কেট শিল্ডে খেলার সময় প্রথম দফায় ইনজুরির শিকার হয়েছিলেন ম্যাট হেনরি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল। এবারে সেই মিছিলে শামিল হলেন টিম সাউদি, নেইল ওয়াগনার এবং কলিন ডি গ্র্যান্ডহোম। পিঠের ইনজুরিতে পড়েছেন সাউদি, ডি গ্র্যান্ডহোম ডান পায়ের আর ওয়াগনার ভুগছেন কুঁচকির ইনজুরিতে। আর আগেই অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ৪ থেকে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন হেনরি আর পেশির ইনজুরিতে ভুগছেন প্যাটেল আর নিকোলস। এর ভেতর সাউদি এবং নিকোলসকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পেতে আশাবাদী নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড। তিনি আশা করছেন ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া প্ল্যাঙ্কেট শিল্ডের চতুর্থ রাউন্ডেই ফিরতে পারেন সাউদি ও নিকোলস। এদিকে গ্র্যান্ডহোম, প্যাটেল এবং ওয়াগনার সকলেই স্ক্যানের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তারপর আসলে জানা যাবে তাদের ইনজুরি কতটা গুরুতর এবং সেরে উঠতে কত দিন সময় লাগবে। ইনজুরির কারণে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি প্যাটেল ও নিকোলস। স্টেড বলেন, ‘ইনজুরি সবসময়ের জন্যই উদ্বেগের বিষয়। আমরা আমাদের চিকিৎসা কর্মীদের সঙ্গে প্রত্যেকের ইনজুরি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।' 'আশা করছি টিম সাউদি এবং হেনরি নিকোলসকে প্ল্যাঙ্কেট শিল্ডের চতুর্থ রাউন্ডের আগেই পেয়ে যাব আমরা। নেইল ওয়াগনার এবং কলিন ডি গ্র্যান্ডহোমের স্ক্যান রিপোর্ট শিঘ্রই পেয়ে যাব বলে আমরা আশাবাদী। প্যাটেলের পেশিতে স্ক্যান করানো হয়েছে এবং তিনি পুনর্বাসনে রয়েছেন।' ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ নভেম্বর ইডেন পার্কে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ২৯ এবং ৩০ নভেম্বর মাঠে গড়াবে পরবর্তী দুই ম্যাচ। দুইটি ম্যাচই হবে ওভালে। টি-টোয়েন্টি সিরিজ শেষে সাদা পোষাকের লড়াইয়ে নামবে এই দুই দল। ৩ ডিসেম্বর থেকে হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ১১ ডিসেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট।
|| ডেস্ক রিপোর্ট || ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া দুই বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার সানাৎ জয়সুরিয়ার। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) তদন্তের কাজে সহযোগিতা না করায় এবং তদন্ত বাঁধাগ্রস্ত করার অপরাধে এই নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার। গেল বছরের ফেব্রুয়ারিতে এই নিষেধাজ্ঞা পেয়েছিলেন জয়সুরিয়া। দুর্নীতি দমন আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারায় সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল আইসিসি। ২০১৮ সালের অক্টোবরে তার বিরুদ্ধে অভিযোগ আনার পর এসিইউ জয়সুরিয়াকে তার মুঠোফোন দেওয়ার জন্য বললে তা দিতে তিনি অপারগতা জানান। বারবার অনুরোধ করার স্বত্ত্বেও তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি বা তথ্য জমা দেননি তিনি, এমনটাই অভিযোগ এনে তাঁকে নিষিদ্ধ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সম্প্রতি এক টুইট বার্তায় নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন খোদ জয়সুরিয়া। সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি এখন ক্রিকেটের সঙ্গে জড়িত হতে পারবেন। টুইট বার্তায় জয়সুরিয়া বলেন, ‘আমি ঘোষণা করে খুশি যে আইসিসি, এসিইউ আমাকে জানিয়েছে আমার সম্মতিযুক্ত নিষেধাজ্ঞার শর্তগুলো পূরণ হয়েছে এবং আমার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়েছে। আমি এখন ক্রিকেটের সঙ্গে জড়িত হওয়ার যোগ্য।’ ‘আমি আবারও বলছি যে, আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি সর্বদা সর্বোচ্চ সততা বজায় রেখেছি। আমি দেশকে সবসময় প্রথমস্থানে রেখেছি। ক্রিকেটপ্রেমী জনসাধারণ এই সময়ের সেরা সাক্ষী।’ এমন খারাপ সময়ে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থক ও শ্রীলঙ্কার জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জয়সুরিয়ার ভাষ্যমতে, ‘আমি কৃতজ্ঞ। শ্রীলঙ্কার জনসাধারণ এবং আমার ভক্তদের প্রতি, যারা এই পুরো সময়কালে আমাকে সমর্থন করেছিল তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই কঠিন সময়ে আপনারা আমার কাছে অনেক শক্তির উৎস হয়েছিলেন।’
|| ডেস্ক রিপোর্ট || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার হায়দরাবাদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল কেবল আনুষ্ঠানিকতার। এই ম্যাচে ডেভিড ওয়ার্নারদের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুম্বাই। যদিও তাতে তেমন কোনো রদবদল হয়নি। কেননা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থেকেই প্লে অফ খেলবে মুম্বাই। টেবিলের শীর্ষে থেকে প্লে অফে গেলেও হায়দরাবাদের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন মুম্বাই দলপতি রোহিত শর্মা। এই ম্যাচটিকে চলতি টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে জঘন্য ম্যাচ বলেও মন্তব্য করেন তিনি। রোহিত বলেন, 'এই দিনটা মনে রাখার মতো না। সম্ভবত এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে জঘণ্য পারফরম্যান্স হয়েছে এই ম্যাচে।' প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসে তারা। দিল্লিকে বেশ শক্ত প্রতিপক্ষ মেনে রোহিত বলেন, 'তারা খুব ভালো দল। এটা খুব বড় চ্যালেঞ্জ হবে তাদের মুখোমুখি হওয়া। আজকের পারফরম্যান্স যত দ্রুত সম্ভব ভুলে যেতে হবে। আমরা কিছু জিনিস ঠিক করে নিজেদের ছন্দে ফিরে আসার চেষ্টা করবো।' হ্যামস্ট্রিং চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে জায়গা হয়নি রোহিত শর্মার। তবে এখন ভালো আছেন বলেই জানিয়েছেন তিনি, 'এটা (হ্যামস্ট্রিং) এখন সত্যিই ভালো আছে। আমি খেলায় ফিরতে পেরে খুশি। এখানে আরও কিছু ম্যাচ খেলবো, আমি সেদিকে তাকিয়ে আছি। দেখা যাক কী হয়।'
|| ডেস্ক রিপোর্ট || ডিসেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি বেন স্টোকস, জফরা আর্চার ও স্যাম কারানকে। এই তিন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ইসিবি। ওয়ানডে না খেললেও তার আগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে খেলবেন স্টোকস, আর্চার ও কারান। দীর্ঘদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ের ভেতর আছেন ইংল্যান্ডের বেশির ভাগ ক্রিকেটার। ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া তিন ক্রিকেটারই খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু, এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া সিরিজ। সর্বশেষ আইপিএল। সব মিলিয়ে লম্বা সময় ধরে জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকায় পরিবার থেকে দূরে রয়েছেন এই তিন ক্রিকেটার। তাই তাঁদের ওয়ানডে সিরিজে রাখেনি ইসিবি। করোনা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় জৈব সুরক্ষা বলয় ভাঙ্গায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন আর্চার। অপরদিকে অসুস্থ্য বাবার পাশে থাকতে বেশ কিছু ম্যাচ বাদ দিয়ে নিউজিল্যান্ডে ছিলেন স্টোকস। তবে সাদা ও লাল দুই বলে ইংল্যান্ড দলে নিয়মিত খেলার পর এবারের আইপিএলেও নিয়মিত মুখ ছিলেন কারান। আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। এরপর ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। টি-টোয়েন্টি স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, সেম বিলিং, জশ বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রেসি টপলে, মার্ক উড। ওয়ানডে স্কোয়াড : ইয়ন মরগান, মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিং, জশ বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেশন রয়, ওলে স্টোন, রেসে টপলে, ক্রিস ওকস, মার্ক উড
|| ডেস্ক রিপোর্ট || শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি আবারো খারাপের দিকে যাচ্ছে। তাই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর তারিখ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমনকি এলপিএলের প্রথম আসরটি মালয়েশিয়া অথবা সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথাও ভাবছে তারা। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২১ নভেম্বর থেকে এলপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এসএলসি। এর আগে অবশ্য বিদেশি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন জটিলতার কারনে দুই দফা তারিখ পেছাতে বাধ্য হয়েছিল তারা। কেননা শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশি ক্রিকেটারদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন সময়সীমা বেঁধে দিয়েছিল। অপরদিকে বোর্ড চেয়েছিল কোয়ারেন্টাইন ৫-৭ দিনের যেন হয় । আর এ নিয়েই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বোর্ডের বনিবনা না হওয়ায় মালেশিয়া অথবা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করার কথা ভাবছে আয়োজকরা। ইএসপিএন ক্রিকইনফোকে টুর্নামেন্টটির পরিচালক রাভিন বিক্রমারত্নে এমটাই জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, 'আমাদের শেষ পরিকল্পনা, টুর্নামেন্টটি ইউএই (সংযুক্ত আরব আমিরাত) অথবা মালেশিয়ায় আয়োজন করা। কিন্তু আমরা এখনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এটি শ্রীলঙ্কার টুর্নামেন্ট তাই আমরা চাই এটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক। আমাদের প্রথম পরিকল্পনাটি হচ্ছে, হাম্বানটোটা এবং পাল্লেকেলে এই দুটি ভেন্যুতে টুর্নামেন্টি আয়োজন করা। কিন্তু তারপরেও টুর্নামেন্টটি এক সপ্তাহ পেছাতে বাধ্য হচ্ছি আমরা।' 'আমাদের দ্বিতীয় পরিকল্পনাটি হচ্ছে, একটি ভেন্যুতে টুর্নামেন্টের সকল ম্যাচ আয়োজন করা। তাহলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলোয়াড় ও সকল সাপোর্ট স্টাফদের জন্য টুর্নামেন্টটি আয়োজন করা আরো সহজ হবে।' অনেকদিন থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন জটিলতায় নভেম্বরের বাংলাদেশের বিপক্ষে সিরিজটি স্থগিত হয়ে গিয়েছিল তাদের। তাই এলপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা বোর্ড। আবশেষে কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে জটিলতার কারনে এই টুর্নামেন্টির ভাগ্যও ঝুলে আছে।
|| ডেস্ক রিপোর্ট || কিছুদিন ধরেই জোড় গুঞ্জন চলছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে; টেস্ট দলের অধিনায়কের পদ থেকে আজহার আলিকে সরিয়ে দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁর পরিবর্তে দলের দায়িত্বভার তুলে দেয়া হবে মোহাম্মদ রিজওয়ানের হাতে। কিন্তু সম্প্রতি শোনা গেল ভিন্ন কথা। টেস্ট দলের অধিনায়কের দৌড়ে পিসিবির পছন্দ পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক বাবর আজম। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। পিসিবির সেই সূত্র মতে জানা যায়, 'পাকিস্তানের টেস্ট অধিনায়ক হতে মানসিকভাবে প্রস্তুত বাবর আজম। এ বিষয়ে আজহারের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে পিসিবি।' উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তানি গণমাধ্যমে গুঞ্জন তৈরি হয়েছিল যে, পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার আলী। যদিও এই গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ে বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করার আজহারের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করার কথা জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। আর তখন থেকেই সূত্রপাত হয়েছিল এই গুঞ্জনের। তবে পিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এদিকে জিম্বাবুয়ের সিরিজ শেষ হওয়ার আগে পিসিবির প্রধান নির্বাহীর এমন বক্তব্য ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ইতোমধ্যে এ নিয়ে পিসিবির সমালোচনা করেছেন শোয়েব আখতার ও ইনজামাম উল হক।