Connect with us
Column-trSunday 8th of November 2020

কোহলি ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে শেবাগ-গম্ভীর

|| ডেস্ক রিপোর্ট || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসরের প্লে অফ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাদ পড়ার পর প্রশ্ন উঠেছে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে। কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছিলেন গৌতম গম্ভীর ও সঞ্জয় মাঞ্জরেকার। তবে বেঙ্গালুরু অধিনায়ক হিসেবে কোহলির উপরই আস্থা রাখছেন বীরেন্দর শেবাগ। ভারতের জাতীয় দলের হয়ে অধিনায়ক হিসেবে সফল হলেও আইপিএলে যেন একেবারে নিষ্প্রভ সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। ভারতীয় এই অধিনায়কের নেতৃত্বে তৃতীয়বারের মতো এবার প্লে অফ খেলেছে বেঙ্গালুরু। যেখানে মাত্র একবার ফাইনাল খেলেছে তারা। অপরদিকে কোহলি অধিনায়ক না থাকাকালীন প্রথম পাঁচ মৌসুমে দুইবার ফাইনালে খেলেছে দলটি।  প্রতিবার ব্যয়বহুল দল সাজালেও শিরোপা জেতা হয় না দলটির। শেবাগের মতে অধিনায়ক নয়, দলে পরিবর্তন আনতে হবে ভালো ফলাফলের জন্য। সম্প্রতি ক্রিকবাজকে এমনটাই জানান সাবেক এই ওপেনার। শেবাগ বলেন, ‘একজন অধিনায়ক তার দলের মতোই দুর্দান্ত। বিরাট কোহলি যখন ভারতের অধিনায়কত্ব করে, তখন সে ফলাফল এনে দিতে সক্ষম। সে ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট ম্যাচ জিতে। তবে যখন সে বেঙ্গালুরু অধিনায়কত্ব করে, তখন তার দল পারফরম্যান্স করতে পারে না।’ ‘অধিনায়কের জন্য একটি ভাল দল থাকা খুব জরুরি। সুতরাং, আমি ম্যানেজমেন্টকে বিশ্বাস করি, তাদের অধিনায়ক পরিবর্তন করার চেষ্টা করা ঠিক হবে না, বরং তারা কীভাবে এই দলে উন্নতি আনতে পারে তা ভেবে দেখা উচিত হবে বলে আমি মনে করি। তাদের পারফরম্যান্সের উন্নতি হয় কিনা তা নিশ্চিত করতে কাকে দলে যোগ করা উচিত তা ভেবে দেখবে।’ কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের উপর অতি নির্ভরশীলতায় বড় সমস্যা দেখছেন তিনি। বেঙ্গালুরুর পরিবর্তনশীল ব্যাটিং অর্ডারের সমালোচনাও করেছেন ভারতের সাবেক এই ওপেনার। বাঁর ভাষ্যমতে, ‘প্রতিটি দলেরই স্থির ব্যাটিং অর্ডার রয়েছে তবে বেঙ্গালুরুর তা কখনও হয়নি।’