Connect with us
Column-trTuesday 10th of November 2020

করোনায় আক্রান্ত হলেন ভিন্স

|| ডেস্ক রিপোর্ট || করোনায় আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান জেমস ভিন্স। এর ফলে শঙ্কা তৈরি হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) তার খেলা নিয়ে। ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পিএসএলের প্লে অফে মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল তার। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে শারিরীকভাবে আগের অবস্থাতেই আছেন ভিন্স। শীঘ্রই দ্বিতীয় বার করোনা পরীক্ষা করা হবে তার। প্রতিবেদনে জানানো হয়েছে যে, ভিন্সের পরিবর্তে আরেক ইংলিশ ব্যাটসম্যান জো ডেনলিকে দলে ভেড়াতে চায় মুলতান। আসন্ন বিগ ব্যাশে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে ভিন্সের। যদিও টুর্নামেন্ট শুরু হতে এখনো এক মাস বাকি। স্থগিত হওয়ার আগে পিএসএলে পাঁচ ইনিংসে ব্যাট হাতে নামেন ভিন্স। যেখান থেকে ১৫৫ রান করেন তিনি। করোনা মহামারির কারণে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল পিএসএল। উল্লেখ্য, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন মুলতান সুলতানসের আরও এক ক্রিকেটার। প্রথম পর্বে না খেললেও প্লে অফে দলটির হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। কিন্তু করোনা পজেটিভ হওয়ায় এই আসরে খেলতে পারবেন না তিনি।