Connect with us
Column-trFriday 13th of November 2020

ল্যাঙ্গারের দেখা 'সেরা ক্রিকেটার' কোহলি

|| ডেস্ক রিপোর্ট || অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সোনালী দিনের ক্রিকেটার ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। খেলেছেন ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, স্টিভ ওয়াহের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে। একই সঙ্গে দেখেছেন অনেক কিংবদন্তিকেও। তবে নিজের জীবনে দেখা 'সেরা ক্রিকেটার' হিসেবে ভারত দলপতি বিরাট কোহলিকে গণ্য করছেন সাবেক এই অজি তারকা।  ২২ গজে থাকাকালীন কোহলির ভেতর অন্যরকম এক প্রাণশক্তি কাজ করে। একই সঙ্গে তাঁর রয়েছে ক্রিকেটের প্রতি আসক্তি। আর এই কারণেই ভারতের দলপতিকে 'সেরা ক্রিকেটার' আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার এই প্রধান কোচ।  ল্যাঙ্গার বলেন, 'আগেও বলেছি, ও (কোহলি) সম্ভবত আমার জীবনে দেখা সেরা খেলোয়াড়। সেটি অনেক কারণেই। শুধু তার ব্যাটিংয়ের জন্যই নয়, প্রাণশক্তি একটা বড় ব্যাপার। খেলার প্রতি তার যেই আসক্তি, সে যেভাবে ফিল্ডিং করে, সবকিছুতেই এতটা প্রাণশক্তি থাকে। আমার কাছে এগুলো অবিশ্বাস্য মনে হয়।' একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ তিন টেস্টে কোহলির অনুপস্থিতি ম্যাচে প্রভাব ফেলবে মনে মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার। এ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই এটির প্রভাব পড়বে (কোহলির না থাকা)। তবে ভারত খুবই ভালো দল। গত সিরিজে ওরা এখানে আমাদের হারিয়ে গিয়েছিল। এক সেকেন্ডের জন্যও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। পুরো গ্রীষ্মেই আমাদের সেরাটা দিতে হবে এবং আমরা তা দিতে মুখিয়ে আছি।' ২০১৪ সালে টেস্ট দলের দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোহলির অধীনে ভারত খেলেছে ৫৫টি ম্যাচ। যেখানে জয় পেয়েছে ৩৩টিতে, পরাজয় ১২ এবং ফলাফল অমীমাংসিত রয়েছে ১০টি ম্যাচে।  সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অধীনে ভারত ২০১৩ সাল থেকে এ অবধি খেলা ৮৯ ম্যাচে জয় পেয়েছে দল ৬২টিতে। ২৪টি পরাজয়ের পাশাপাশি রয়েছে একটি ড্র। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ২০১৭ সাল থেকে খেলা ৩৭ ম্যাচের ২২টিতেই জয় পেয়েছে ভারত। ১১ হারের পাশাপাশি রয়েছে ২টি ড্র এবং ফলাফল নিষ্পত্তি হয়নি ২টি ম্যাচের। এতো গেল অধিনায়কত্বের পরিসংখ্যান। এখন আসা যাক ব্যক্তিগত কৃতিত্বে।  ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানদের মধ্য দিয়ে অভিষিক্ত হয়ে এখন পর্যন্ত কোহলি এই ফরম্যাটের ২৪৮টি ম্যাচ খেলেছেন। ৫৯.৩৩ গড়ে সংগ্রহ করেছেন ১১ হাজার ৮৬৭ রান। যেখানে রয়েছে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৩ রানের অনাবদ্য এক ইনিংস। ক্রিকেটের বনেদি ফরম্যাটে এখন পর্যন্ত খেলা ৮৬ ম্যাচে কোহলির সংগ্রহ ৭ হাজার ২৪০ রান। সেই সঙ্গে রয়েছে ব্যক্তিগত সেরা অপরাজিত ২৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস। আর টি-টোয়েন্টিতে ৮২ ম্যাচে ৫০.৮০ গড়ে কোহলির মোট রান ২ হাজার ৭৯৪। ব্যক্তিগত সেরা অপরাজিত ৯৪।  ২৭ নভেম্বর থেকে সীমিত ওভারের সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আর ৪ টেস্ট ম্যাচের সিরিজটি শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।