|| ডেস্ক রিপোর্ট || আগামী ২৭ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ২২ গজের মহারণ। কিন্তু সিরিজের ঠিক পূর্বমুহূর্তেই বাধ সাধলো করোনা। হুট করেই করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে অ্যাডিলেড, পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়া এবং উত্তরাঞ্চলে। আর সে কারণে স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন এবং তাঁর সতীর্থরা। কোভিড ক্লাস্টার এলাকা অ্যাডিলেডেই ডিসেম্বরের ১৭ তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু হবার কথা রয়েছে। দিবা রাত্রির টেস্টের মধ্য দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজটি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনই ম্যাচটি নিয়ে কোনো সিদ্ধান্তে যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এরপর সিদ্ধান্তে উপনীত হবেন সিএ কর্তারা, এমনটাই জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে। সিএ এর একজন মুখপাত্র জানান, এখনই কোনো কিছু শেষ হয়ে যায়নি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। পড়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।' হুট করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সকল ভ্রমণকারীদের ১৪ দিনের বাধ্যতামূলক হোটেল কক্ষে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি শেফিল্ড শিল্ডে অংশ নেয়া ক্রিকেটাররাও স্বেচ্ছায় আইসোলেশনে চলে গিয়েছেন। ২৭ নভেম্বর থেকে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর ডিসেম্বরের ১৭ তারিখ গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজটি।
|| ডেস্ক রিপোর্ট || বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। আগামী মাসে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটির দশম আসর। এই আসরে তিনটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আসন্ন আসরে পাওয়ার প্লে কমিয়ে আনা, 'এক্স ফ্যাক্টর প্লেয়ার' এবং ‘ব্যাশ বুস্ট’ নামক তিনটি অভিনব পন্থা চালু করতে যাচ্ছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। কোচ ও অধিনায়কের ভাবনা বাড়তেই এমনটি করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ছয় ওভারে থাকে পাওয়ার প্লে। বিগ ব্যাশের নতুন নিয়ম অনুযায়ী সেটি হবে চার ওভার। বাকি দুই ওভার ইনিংসের এগারোতম ওভার থেকে যেকোনো সময়ই চাইলে নিতে পারবে ব্যাটিং দল। ওই দুই ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবেন কেবল দুইজন ফিল্ডার। 'এক্স ফ্যাক্টর প্লেয়ার' নামে আরও একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বিগ ব্যাশ কতৃপক্ষ। যেখানে ম্যাচের প্রথম দশ ওভারের মধ্যে যেকোনো দল চাইলে পরিবর্তন আনতে পারবে তাদের পরিকল্পনায়। প্রথম ইনিংসের দশ ওভারের মধ্যে এক ওভারের বেশি বল করেননি অথবা ব্যাটিংয়ে নামেননি এমন ক্রিকেটারকে বদলি করা যাবে। তৃতীয় পরিবর্তনের নাম দেয়া হয়েছে ‘ব্যাশ বুস্ট’। যেটি দেয়া হবে দ্বিতীয় ইনিংসের মাঝামাঝি সময়ে। প্রথমে ব্যাট করা দল দশ ওভার শেষে যা রান করেছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল যদি নিজেদের দশ ওভারে সেটি ছাড়িয়ে যেতে পারে তাহলে তারা পাবে বোনাস পয়েন্ট। এই তিন পরিবর্তনের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ক্রিকেট কনসালটেন্ট উডহিল বলেন, 'আমাদের নতুনত্ব আনতে হবে কারণ মানুষ পরিবর্তন পছন্দ করে। কিন্তু আমার মনে হয় এটা সত্যিই খেলাটাকে আরও উন্নত করবে। এটা দলের কোচ ও অধিনায়ককে আরও চাপে রাখবে।’
|| ডেস্ক রিপোর্ট || তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আগামী ২৪ নভেম্বর পর্দা উঠবে ৫ দলের এই টুর্নামেন্টের। আসন্ন এই টুর্নামেন্টের অন্যতম দল ফরচুন বরিশালের হয়ে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রেসিডেন্টস কাপে আশানুরূপ খেলতে না পারলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো কিছু করতে চান এই ক্রিকেটার। এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতিটাও সেরে নিতে চান মিরাজ। তিনি বলেন, 'অনেকদিন পর এরকম একটা ভালো টুর্নামেন্ট শুরু হবে। আমি মনে করি সব দলই অনেক ভালো সাজিয়েছে। সবাই অনেক উদ্বিগ্ন হয়ে আছে যে না আমরা টুর্নামেন্টটা খেলব ভালো খেলার আশা থাকবে।' 'আমিও চেষ্টা করব যে শেষ টুর্নামেন্টটা অতো ভালো খেলতে পারিনি কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে হয়ত আরো নিজেকে ঝালিয়ে নিয়ে সামনে আন্তর্জাতিক খেলার জন্য প্রস্তুত হতে পারবো।' মাঝখানে একটি টুর্নামেন্ট খেলায় ক্রিকেটারদের জন্য খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন মিরাজ, 'আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন যে লকডাউনের পর কিন্তু আমরা একটি টুর্নামেন্ট পার করে এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলব। ক্রিকেটা যে মাঠে ফিরেছে এটা আসলে প্রত্যেক খেলোয়াড়ের জন্য সুখবর আমাদের জন্যও।' নিজেদের দলকে বেশ ভারসম্যপূর্ণ মনে করেন মিরাজ, 'এরকম একটি টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেকটি প্লেয়ারই খেলার সুযোগ পাবে এবং এখানে যার যার যে টিমে নেতৃত্ব দেয়ার চেষ্টা করবে। আমি এবার সুযোগ পেয়েছি ফরচুন বরিশালে খেলার জন্য আর আল্লাহর অশেষ রহমতে আমাদের দলটাও অনেক ভালো হয়েছে। তামিম ভাই, তাসকিন ভাই আমি আছি তারপরে আফিফ, সুমন খান আছে মানে খুব ভালো ভারসম্য আছে দলে।'
|| ডেস্ক রিপোর্ট || করোনা বিরতি কাটিয়ে সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজর এবারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দিকে। আগামী ২৪ নভেম্বর বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটির। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) নিজেদের জার্সি এবং দলের লোগো উন্মোচন করেছে ফরচুন বরিশাল। পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের বলরুমে এই লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক এমপি। অন্যান্যদের সঙ্গে আরও উপস্থিত ছইলেন বরিশাল বিভাগের সংসদ সদস্যগণ, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। দলের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন। ফরচুন বরিশাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।
|| ডেস্ক রিপোর্ট || আগামী ২৪ নভেম্বর পর্দা উঠবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। এই টুর্নামেন্টে অংশ নেবে সর্বমোট পাঁচটি দল। যার মধ্যে অন্যতম ফরচুন বরিশাল। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দলটির লোগো ও জার্সি উন্মোচনা করা হয়। বরিশালের হয়ে আসন্ন টুর্নামেন্টটিতে খেলবেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন দলকে ফাইনালে নেয়ার ইচ্ছার কথা। তাসকিন বলেন, 'আলহামদুলিল্লাহ, ভালো লাগছে প্রথমবারের মতো আমি বরিশালের হয়ে কোন একটি টুর্নামেন্টে খেলতে নামবো। আমি চাই যে যাতে এই টুর্নামেন্টটা আমার জন্য স্মরণীয় হয় এবং আমরা যাতে ফাইনালে খেলতে পারি ইনশাআল্লাহ। এটাই আমার ইচ্ছা।' গেল বিসিবি প্রেসিডেন্টস কাপে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ। দেখান বদলে যাওয়ার সম্ভাবনা। ফিটনেসের ওপর জোর দেয়াতেই এমনটি সম্ভব হয়েছে বলে মনে করেন তাসকিন। পারফরম্যান্স যেমনই হোক এটি ধরে রাখতে চান তারকা এই পেসার। তিনি বলেন, 'লকডাউনে আমি আমার কাজ করেছি। সবসময় লক্ষ্য করেছি আমার ফিটনেসে। আর এখন শুধু চেষ্টা করবো আমার প্রক্রিয়াটা ঠিক রাখার। সামনের ফল যেটাই হোক ভালো খেলি খারাপ খেলি এটা পরের হিসেব। কিন্তু আমি আমার নিয়মতান্ত্রিক জীবন এবং আমার প্রক্রিয়া মানে ট্রেনিংয়ের ধরণটা ধরে রাখতে চাই। বাকি সব তো আল্লাহর ইচ্ছা।' বঙ্গবন্ধু কাপে যারা ভালো খেলবে তারাই জিতবে বলে মনে করেন তাসকিন, ' কাগজে-কলমে তো ক্রিকেটের ফলাফল বলাটা কঠিন। দিন শেষে যারাই ভালো খেলবে ওরাই জিতবে। আর আমার বিশ্বাস আমাদের যে টিম যদি ভালোভাবে মাঠে খেলতে পারি ইনশাআল্লাহ ফাইনাল খেলব।'
|| ডেস্ক রিপোর্ট || পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে সুপার ওভারে মুলতান সুলতান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে করাচি কিংস। নির্ধারিত ২০ ওভারের খেলায় দুই দলই করে সমান ১৪১ রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ে ৪ রানে জয় পেয়েছে করাচি। এর আগে প্রথমে আগে ব্যাট করতে নেমে ৪০ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে মুলতান। শেষদিকে রবি বোপারার ৩১ বলে ৪০ ও সোহেল তানভীরের ১৩ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান তুলে মুলতান। করাচির হয়ে ২টি করে উইকেট নেন ওয়াকাস মাকসুদ ও আরশাদ ইকবাল। জবাব দিতে নেমে শুরুতে ওপেনার সারজিল খানের উইকেট হারালেও অন্য ওপেনার বাবর আজম ইনিংসের গতিপথ ঠিক রাখেন। ৫ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ৬৫ রান করেন তিনি। তার আউট হওয়ার পরই খেই হারায় করাচি। ইফতিখার আহমেদ ১২ বলে ১৩ ও ইমাদ ওয়াসিম ১৬ বলে ২৭ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে ব্যক্তিগত সংগ্রহ নিতে পারেননি। শেষ পর্যন্ত করাচির ইনিংসও থামে ১৪১ রানে। সুপার ওভারে মুলতানের পক্ষে বল করেন সোহেল তানভীর। দুই উইকেট পেলেও এক ছক্কা ও চার খেয়ে ১৩ রান খরচ করেন তিনি। করাচির পক্ষে বোলিংয়ে এসে কোনো উইকেট না পেলেও ৯ রান দেন আমির। করাচি জয় পায় ৪ রানের ব্যবধানে।
|| ডেস্ক রিপোর্ট || আসন্ন অষ্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছে ভারত জাতীয় দল। বর্তমানে সেখানে বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে রয়েছেন ক্রিকেটাররা। কোয়ারেন্টিনে থেকেই অস্ট্রেলিয়া পৌঁছানোর দুইদিনের মাথায় অনুশীলনে নেমে পরেছে বিরাট কোহলিরা। করোনাভাইরাসের কারনে গৃহীত নতুন বিধিনিষেধ মেনেই ক্রিকেটারদের সফর করতে হচ্ছে। কোন দেশে পৌঁছানোর পরই বাধ্যতামূলক বিভিন্ন মেয়াদী কোয়ারেন্টাইনে থাকতে হয় তাদের। যেখানে অনেক দেশের কঠোর বিধি-নিষেধের কারনে কোয়ারোন্টাইনে থাকার পরেও অনুশীলনের সুযোগ পাননা ক্রিকেটাররা। কিন্তু কোয়ারেন্টাইনে থাকা স্বত্ত্বেও অষ্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের জন্য অনুশীলনের সুযোগ পাচ্ছে ভারত। সেখানে পৌছানোর পরপরই তাদের করোনা টেস্ট করানো হয়েছিল। শনিবার সকল ক্রিকেটারের করোনা ফলাফল নেগেটিভ এসেছে। তাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে শনিবার (১৪ নভেম্বর) অনুশীলন শুরু করেছে ভারতীয় বাহিনী। সেই অনুশীলনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে ক্রিকেটারদের শরীর গরম রাখতে রানিং করতে দেখা যায়। ছবির ক্যাপশনে তারা লিখেছে, 'প্লেন থেকে নামার দুইদিন পর আজকে ভারত দল মাঠে অনুশীলন করলো। শরীরটাকে ঝালিয়ে নিতে সামান্য রানিং অনুশীলন করেছে তারা।' অনুশীলন শুরু করলেও ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের। যেখানে অনুশীলনের পাশাপাশি জিম করার সুযোগ পাবেন তাঁরা।
|| ডেস্ক রিপোর্ট || প্রেসিডেন্টস কাপের সফল আয়োজনের পর আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের এই টুর্নামেন্টে ইতিমধ্যে প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। যেখানে দলগুলো নিজেদের পছন্দমত খেলোয়াড় কিনে নেয়ার সুযোগ পেয়েছিল। বাকি ছিল শুধু এই টুর্নামেন্টে ম্যাচগুলোর সূচি নির্ধারণ করা। আবশেষে আজ ১৪ নভেম্বর বঙ্গবন্ধু কাপের সূচি চূড়ান্ত করেছে বোর্ড। সূচি নির্ধারণ করলেও আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে থাকছে না কোন উদ্বোধনী অনুষ্ঠান। ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। রাউন্ড রবিন লিগের মাধ্যমে খেলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, 'আনুষ্ঠানিকভাবে আমাদের কোন উদ্বোধনী অনুষ্ঠান নেই কারণ বর্তমান করোনা পরিস্থিতি। ২৪ নভেম্বর থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে, প্রথম খেলা শুরু হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে। ১৮ ডিসেম্বর ফাইনাল, ১৯ ডিসেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে। এলিমিনেটর, কোয়ালিফাইং আগের মতই থাকবে।' এদিকে গতকাল (১৩ নভেম্বর) বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে আবারো বাংলাদেশের ফুটবল মাঠে ফিরেছে। করোনা ভিতি নিয়েও কয়েক হাজার দর্শক এই খেলা উপভোগ করার সুযোগ পেয়েছিলেন। তবে করোনার কারনেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শকদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিচ্ছে না বিসিবি। তাই দর্শকশূন্য মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। এ প্রসঙ্গে জালাল ইউনুস জানান, 'আপনাদের কি মনে হয়? এটা কি কোভিড পরিস্থিতে ভালো হল? জানি এটা আবেগের ব্যাপার। অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে সেখানে দর্শক এসেছে। কিন্তু আমরা দর্শক ও বাকি সবার কথা চিন্তা করে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করার আনুমতি দেব না। এটাই আমাদের পরিকল্পনা তাই দর্শকশূন্য মাঠ থাকবে।'
|| ডেস্ক রিপোর্ট || আগামী ২৭ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়ার ২২ গজের লড়াই। তিন ফরম্যাটের সিরিজ খেলতে ইতোমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে ভারত ক্রিকেট দল। ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের পর ডিসেম্বরের ১৭ তারিখ থেকে শুরু হবে ক্রিকেটের বনেদি ফরম্যাটে দুই দলের লড়াই। আর এই সিরিজকে সামনে রেখে ভারতকে এখনই এক প্রকারে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। নিজেদের বোলিং ডিপার্টমেন্ট দিয়ে ভারতকে ঘায়েলের ছক কষছেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন তাঁদের বোলাররা গেল দুই বছরের চেয়ে বর্তমানে বেশ ভালো পারফর্ম করছে, এবং তিনি সিরিজটির জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। ল্যাঙ্গার বলেন, 'আমরা যদি ২০১৮-১৯ এর দিকে তাকাই, পার্থ টেস্টে জয়ের পরে আমরা এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) একটি টসে হেরেছিলাম। সম্ভবত টেস্ট ক্রিকেটে আমার দেখা সবচেয়ে সমতলতম উইকেটে টস হেরে গিয়েছিলাম .. এবং তারা (ভারত) প্রায় দুই দিন বোলিং করেছিল। তারপরে আমাদের পরের টেস্টে দুর্দান্ত ফ্ল্যাট উইকেটে এসসিজি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) খেলতে হয়েছিল।' 'সে সময় তাঁদের হারানোটা কঠিন ছিল। ভারত সে সময় শীর্ষে ছিল, তারা ইতিহাসে প্রথমবারের মতো আমাদের পরাজিত করার যোগ্য ছিল। তবে আমাদের ছেলেরা গেল দু'বছরের থেকে এবার বেশ ভালো। আমি সিরিজটির জন্য অপেক্ষা করতে পারছি না।'
|| ডেস্ক রিপোর্ট || আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচী চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটির। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। আসন্ন এই টি-টোয়েন্টি কাপে ফাইনাল সহ অনুষ্ঠিত হবে মোট ২৪টি ম্যাচ। ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ শুক্রবার ব্যতিত শুরু হবে বেলা দেড় টায় এবং দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। শুক্রবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা দুইটায় এবং পরবর্তি ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়। ফাইনালের রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর। এর আগে টুর্নামেন্টকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গেল বৃহস্পতিবার (১২ নভেম্বর)। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচী তারিখ প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ ২৪ নভেম্বর বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী ফরচুন বরিশাল-জেমকন খুলনা ২৬ নভেম্বর জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা ২৮ নভেম্বর জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল ৩০ নভেম্বর ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রাম বেক্সিমকো ঢাকা-জেমকন খুলনা ২ ডিসেম্বর ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকা মিনিস্টার গ্রুপ রাজশাহী-গাজী গ্রুপ চট্টগ্রাম ৪ ডিসেম্বর ফরচুন বরিশাল-জেমকন খুলনা বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহী ৬ ডিসেম্বর বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী ৮ ডিসেম্বর মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ ডিসেম্বর বেক্সিমকো ঢাকা-জেমকন খুলনা ফরচুন বরিশাল-গাজী গ্রুপ চট্টগ্রাম ১২ ডিসেম্বর গাজী গ্রুপ চট্টগ্রাম-মিনিস্টার গ্রুপ রাজশাহী ফরচুন বরিশাল-বেক্সিমকো ঢাকা ১৪ ডিসেম্বর এলিমিনেটর কোয়ালিফায়ার-১ ১৫ ডিসেম্বর কোয়ালিফায়ার-২ ...
|| ডেস্ক রিপোর্ট || আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচী চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটির। আসন্ন এই টুর্নামেন্টে ফাইনাল সহ অনুষ্ঠিত হবে মোট ২৪টি ম্যাচ। ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। বিস্তারিত আসছে...
|| ডেস্ক রিপোর্ট || সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল, খেলোয়াড় এবং ম্যাচগুলোতে হাস্যরসাত্মক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে টুর্নামেন্ট জুড়েই বেশ আলোচিত ছিলেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও শেষ হয়নি তাঁর সমালোচনা। একেবারে ঝুলি খুলে বসেছেন যেন তিনি। এরই ধারাবাহিকতায় এবারে শেবাগ প্রকাশ করলেন আইপিএলের ১৩তম আসরের পুরোপরি ব্যর্থ পাঁচ ক্রিকেটারের তালিকা। শেবাগের এই তালিকায় জায়গা করে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অ্যারন ফিঞ্চ ও ডেল স্টেইন, কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল, কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল এবং চেন্নাই সুপার কিংসের শেন ওয়াটসন। হাস্যরসাত্মকভাবে এই পাঁচ ক্রিকেটারকে একেবারে ধুয়ে দিয়েছেন সাবেক এই ওপেনার। ফিঞ্চের প্রসঙ্গে শেবাগ বলেন, 'আমি অ্যারন ফিঞ্চকে আমার ডাকনাম দিয়েছিলাম এটা ভেবে যে সে ঠাকুর কোহলির জন্য ভিরু হবে। কিন্তু বেঙ্গালুরুর অভিশাপ তাঁর এমন ভাবেই লেগেছে যে এই মৌসুমে তাঁর ব্যাটিং ইঞ্জিনই থেমে গেছে।' 'ডেল স্টেইনকে একটা সময় স্টেইন গান থেকে গুলি বেরোনোর মতো ভয় পেত সবাই। কিন্তু এই মৌসুমে আমরা তাঁকে পেয়েছি পাইপগান হিসেবে। সে যেভাবে মার খাচ্ছিলো তাতে আমি বেশ অবাকই হয়েছিলাম। তবে একটা বিষয় পরিষ্কার আপিএলের বাজারে তাঁর আর কোনো ক্রেতা থাকছে না।' কলকাতার আন্দ্রে রাসেলের পারফরম্যান্স বিশ্লেষণে শেবাগ মন্তব্য করেন, 'আন্দ্রে রাসেলের পেশিগুলো এই আসরে অলস অবস্থায় ছিল এবং প্রতি ইনিংসে আমাদের আশা জাগিয়েও আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল। কারণ কলকাতা প্লে অফে জায়গা পায়নি।' সদ্য শেষ হওয়া আসরে একেবারেই অনুজ্জ্বল ছিলেন চেন্নাই সুপার কিংসের শেন ওয়াটসন। চেন্নাই আইপিএল থেকে বিদায় নেওয়ার পরপরই ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড়। তাঁকেও ছাড়েননি শেবাগ। ওয়াটসনের প্রসঙ্গে শেবাগ বলেন, 'চেন্নাই ভক্ত এবং আমাদের এই ডিজেল ইঞ্জিন থেকে উচ্চ আশা ছিল। কিন্তু এই মৌসুমে, অনেক কিক স্টার্ট দেওয়ার পরও তা সঠিকভাবে চালু হয়নি এবং মৌসুম শেষ হওয়ার সাথে সাথে তিনি বলেছিলেন যে গাড়িটি আর টানা যাবে না এবং অবসর নেওয়া হবে।' তবে এসব কিছুই ছাপিয়ে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েলকে করা মন্তব্য। হার্ড হিটার হিসেবে এই অজি ব্যাটসম্যানের বিশ্বজোড়া সুনাম থাকলেও আইপিএলে এসে তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেন। সেই ধারা অব্যাহত ছিল চলতি আসরেও। ম্যাক্সওয়েলকে চিয়ারলিডার সম্বোধন করে শেবাগ বলেন, 'এই ১০ কোটি রুপির চিয়ারলিডার পাঞ্জাবের জন্য বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। গত কয়েকবছর ধরেই আইপিএলে নিজের রুটিন কাজ থেকে সরে আসছিলেন তিনি, কিন্তু চলতি বছর তো সেই রেকর্ডটিও ভেঙে দিলেন। আপনি এটাকে উচ্চ খরচের অবকাশযাপন বলতে পারেন।'
|| ডেস্ক রিপোর্ট || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচকে কেন্দ্র করে জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেঙ্গালুরু থেকে ৪২ জনকে গ্রেফতার করেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্র্যাঞ্চ (সিসিবি)। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে নগদ দেড় কোটি রুপি। ভারত যেন জুয়াড়িদের আখড়া। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হলে যেন জুয়াড়িদের উৎসব শুরু হয়। আইপিএলের সদ্য শেষ হওয়া ১৩তম আসরকে ঘিরেও এর ভিন্নতা ঘটেনি। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরু হওয়ার দুদিন পর একটি ড্রাইভ চালু করে ভারতের স্থানীয় কিছু বাজিকর। আটককৃতরা সেই ড্রাইভের সঙ্গেই যুক্ত। পুলিশ জানিয়েছে, সেখানে শতকরা ৭৫ ভাগেরও বেশি তরুণ বাজি ধরেছিল, যারা কি-না হোটেল, বার, সুপারমার্কেট, পেট্রোল বাঙ্ক এবং ইটারিজের কর্মচারী ছিল। যদিও অল্প পরিমাণ টাকা অনলাইনে লেনদেন হতো, এক লাখ টাকার উপরে অর্থ নগদে বদল করতো। এক তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘স্মার্টফোনগুলো ক্রিকেটকে বাজি ধরতে সহজ করেছে। জুয়াড়িরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে, বেশিরভাগ বাইরের দেশে জুয়া বৈধ। তবে তদন্তের সময় আমরা স্থানীয়ভাবে প্রকাশিত কিছু অ্যাপ্লিকেশন পেয়েছি।’ ‘বেশিরভাগ জুয়াড়িরা স্বল্প সময়ের স্থানীয় অ্যাপ্লিকেশন পছন্দ করে, যারা কমপক্ষে ৫০,০০০ টাকার বাজি ধরে তারা আন্তর্জাতিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে। বেশিরভাগ বড় জুয়াড়িরা মুম্বাইয়ের।’ প্রতিটি রান করা, প্রতিটি বাউন্ডারি, প্রতিটি উইকেট এবং প্রতিটি ম্যাচ জিততে অর্থ বিনিয়োগ করা হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। যেখানে কি-না ২০ হাজার রুপি পর্যন্ত বাজি ধরতে পারে।
|| ডেস্ক রিপোর্ট || চলতি বছরের মার্চে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট খেলতে ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে আসার কথা ছিল। কিন্তু মহামারি করোনার প্রভাবে স্থগিত হয়ে গিয়েছিল সিরিজটি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের চূড়ান্ত হল সিরিজটির সূচী। নতুন সূচী অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে সিরিজটি খেলতে দ্বীপপুঞ্জের দেশটিতে আসবে রুট-মরগানরা। শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে দুটি টেস্টই গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৪-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ২৩ জানুয়ারি। সিরিজটিকে সামনে রেখে ইতোমধ্যে বোর্ড জৈব সুরক্ষিত পরিবেশ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। সিলভা বলেন, 'ইংল্যান্ড দল প্রথম টেস্ট শুরু হওয়ার ১১ দিন আগেই পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে। ১৪-১৮ জানুয়ারি হবে প্রথম টেস্টটি। আর দ্বিতীয় টেস্টটি ২৩-২৭ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।' 'তারা একটি চার্টার্ড ফ্লাইটে আসবেন এবং জৈব বলয়ে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় পিসিআর পরীক্ষা করিয়ে নেয়া হবে।' সিরিজের আগে ইংল্যান্ড দল যুক্তরাজ্যেই ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করবেন। সেই সঙ্গে ইংলিশ ক্রিকেটাররা লঙ্কানদের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। তবে নিজেদের ভেতর দুই দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম রুটবাহিনী। ইংল্যান্ড শ্রীলঙ্কার যে কোনও বিরোধী দলের বিপক্ষে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না, তবে ডি সিলভার মতে তারা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।